
ছবি: সংগৃহীত
স্টিভেন স্মিথ ও গ্লেন ফিলিপস ছিলেন প্রতিদ্বন্দ্বি। শুভমান গিলের কাছে পাত্তা পায়নি দুজনের কেউ। গত মাসে একশ ছাড়ানো গড়ে ব্যাট করা গিলকেই সেরা হিসেবে বেছে নিয়েছে আইসিসি। ভারতীয় ওপেনারের ঝুলিতে এনিয়ে তিনটি মাসসেরার পুরষ্কার ঢুকল।
বুধবার ফেব্রুয়ারি মাসে ছেলেদের ক্রিকেটে সেরা গিল, মেয়েদের সেরা হয়েছেন অ্যালানা কিং। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরেও মাসসেরা হয়েছিলেন গিল।
গত মাসে ৫টি ওয়ানডে খেলেছেন গিল। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩ ওয়ানডের পর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছেন ২ ম্যাচ। ইংলিশদের বিপক্ষে ওই সিরিজে টানা তিন ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন তিনি। শেষটিতে করেছেন সেঞ্চুরি। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে সেই ছন্দ ধরে রেখেছিলেন গিল।
সবমিলিয়ে গত মাসে ১০১.৫০ গড়ে ৪০৬ রান করেন গিল। তাতে পেছনে পড়ে যান স্মিথ ও ফিলিপস। চ্যাম্পিয়নস ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হওয়ার পর ওয়ানডে থেকে অবসর নেওয়া স্মিথের ১৯৬ রানের বিপরীতে কিউই ব্যাটার ফিলিপস ৫ ম্যাচে করে ২৩৬ রান।
মেয়েদের ক্রিকেটে থাইল্যান্ডের থিপাচা পুথাওং ও জাতীয় দলের সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে সেরা হন কিং।