-67d2559d96910.jpg)
ছবি: সংগৃহীত
৩৬টি দল নিয়ে শুরু এবারের চ্যাম্পিয়ন্স লিগ এখন নেমে এসেছে ৮ দলে। শেষ ষোলোয় বাদ পড়েছে ৮টি দল। বুধবার দ্বিতীয় লেগে নানা নাটকীয়তার জন্ম দিয়ে শেষ আট নিশ্চিত করেছে আরও চার দল। যারা একদিন আগে শেষ আট নিশ্চিত করা অপর প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে।
বুধবার অবিশ্বাস্য নাটকীয়তার জন্ম দিয়ে রুদ্ধশ্বাস টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। যেখানে কোয়ার্টার ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালকে।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান। আরেক লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি।
নকআউট পর্বের প্রথম ধাপে বেনফিকার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নেয় পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা। অন্যদিকে বায়ার লেভারকুজেনকে পাত্তাই দেয়নি বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে টানা ষষ্ঠ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে ওঠে ছয়বারের শিরোপা জয়ীরা। অন্যদিকে ফেইনুর্ডকে ৪-১ গোলে হারায় ইন্টার মিলান। টাইব্রেকারে লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জেতে পিএসজি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল। এরপর ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ। যেখানে জয়ী দল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেবে।
কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:
বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান
পিএসজি-অ্যাস্টন ভিলা
আর্সেনাল-রিয়াল মাদ্রিদ