
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:০০ এএম
‘আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম
-67d1742a79ef4.jpg)
আরও পড়ুন
সদ্যসমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই বেশ সমালোচনা সহ্য করতে হয়েছে আইসিসিকে। তার কারণ ছিল ভারত, তাদেরকে একই ভেন্যুতে রেখে খেলানো হয়েছে ফাইনাল পর্যন্ত। একই কারণে এবার আইসিসিকে এক হাত নিয়েছেন কিংবদন্তি ক্যারিবীয় পেসার অ্যান্ডি রবার্টস। তার অভিযোগ, আইসিসি ভারতের কথায় উঠে-বসে।
রবার্টসের মতে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হয়েছে। ভারতের সবগুলো ম্যাচ, যার মধ্যে ফাইনালও অন্তর্ভুক্ত, দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অন্য দলগুলোকে পাকিস্তানে খেলতে হয়েছিল। ভারতকে মোকাবিলা করতে হলে দলগুলোকে দুবাই ভ্রমণ করতে হয়েছে, যা রবার্টসের মতে একটি বড় সুবিধা।
অনেক ক্রিকেট বিশেষজ্ঞই দাবি করেছেন যে, ভারত এই প্রতিযোগিতায় বিশেষ সুবিধা পেয়েছে এবং সেই তালিকায় সর্বশেষ যোগ দিলেন রবার্টস। তিনি বলেন, ‘সবকিছু ভারতের পক্ষে গেলে চলবে না। আইসিসির মাঝে মাঝে ভারতকে ‘না’ বলতে হবে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত সুবিধা পেয়েছিল, যখন তারা আগে থেকেই জানত যে তাদের সেমিফাইনাল গায়ানায় হবে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে একবারও ভ্রমণ করতে হয়নি। একটি দল কীভাবে পুরো টুর্নামেন্টে এক স্থানেই থেকে যায়?’
রবার্টস আরও বলেন, এই সুবিধা পাওয়া ন্যায়সংগত নয় এবং সমান প্রতিযোগিতার পরিবেশ থাকা উচিত। তার মতে, বর্তমানে ভারতই আইসিসিএর সবকিছু নিয়ন্ত্রণ করছে।
তিনি আরও বলেন, ‘এটা ন্যায্য নয়, এটা ক্রিকেটও নয়। লেভেল প্লেয়িং ফিল্ড থাকা দরকার। আমি জানি, ভারত থেকে অনেক অর্থ আসে, কিন্তু ক্রিকেটকে এক-দেশীয় খেলা বানানো উচিত নয়। এখন এটি যেন এক জাতির প্রতিযোগিতা হয়ে গেছে এবং খেলাটি সমান অবস্থানে নেই।
তার অভিমত, আইসিসি এখন ভারতের কথায় ওঠে-বসে, ভারত যা বলে, আইসিসি তাই করে। তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে, আইসিসি মানে এখন ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতই সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি কাল ভারত বলে, ‘শুনুন, ক্রিকেটে আর নো-বল এবং ওয়াইড বল থাকবে না,’ আমার কথা লিখে নিন, আইসিসি সেটারও একটা উপায় বের করবে।’
ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
আরও পড়ুন