Logo
Logo
×

খেলা

রাফিনিয়া সকালে ছিলেন হাসপাতালে, রাতে হলেন বার্সার নায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম

রাফিনিয়া সকালে ছিলেন হাসপাতালে, রাতে হলেন বার্সার নায়ক

বেনফিকাকে উড়িয়ে বার্সেলোনা চলে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচে অন্যতম প্রধান নায়ক ছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া, যিনি প্রথমার্ধেই দুটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। শেষটা ছিল দারুণ হলেও মঙ্গলবার দিনের শুরুটা তার জন্য সহজ ছিল না, তিনি যে ছিলেন হাসপাতালে!

ম্যাচের আগে রাফিনিয়া হাসপাতালে ছিলেন তার ছেলে গায়েলের সঙ্গে। এই তথ্য সামনে আসে তার স্ত্রী নাতালিয়া রদ্রিগেসের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। ম্যাচ শেষে তিনি এক আবেগঘন বার্তায় জানান, সকাল থেকে রাফিনিয়া হাসপাতালে ছিলেন, ছেলের অসুস্থতার কারণে। এরপরও তিনি মাঠে নেমে নিজের সেরাটা দিয়েছেন। 

নাতালিয়া পোস্টে লেখেন, ‘আমি তোমার জন্য অনেক গর্বিত, আমার ভালোবাসা। তুমি সকাল থেকেই হাসপাতালে ছিলে আমাদের ছেলের পাশে, তারপরও মাঠে নেমে চমৎকার পারফর্ম করেছো। তুমি একজন অসাধারণ বাবা এবং একজন সত্যিকারের পেশাদার। আমরা তোমাকে ভালোবাসি।’

রাফিনিয়া ও নাতালিয়া রদ্রিগেস দীর্ঘদিন ধরেই বন্ধু ছিলেন এবং ২০২১ সালে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। তারা ২০২২ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন এবং ২০২৩ সালের মে মাসে তাদের একমাত্র সন্তান গায়েল জন্ম নেয়।

বার্সেলোনায় কিছুটা ওঠানামার পর, রাফিনিয়া এখন দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। হানসি ফ্লিকের অধীনে ২০২৪/২৫ মৌসুমে তিনি ৪১ ম্যাচে ২৭ গোল এবং ১৯টি অ্যাসিস্ট করেছেন। 

বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে তার পারফরম্যান্স নজর কাড়ার মতো, যেখানে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ গোল করেছেন। তার এই দুর্দান্ত ফর্ম বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ স্বপ্নকে আরও জোরালো করেছে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম