Logo
Logo
×

খেলা

আরেকটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন গম্ভীর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৩:১০ পিএম

আরেকটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন গম্ভীর

ছবি: সংগৃহীত

লম্বা কাজের পর এবার একটু বিরতি। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন সফল করার পর রোহিত ব্রিগেড এখন ছুটির আমেজে। তবে সপ্তাহখানেক পরই আবার আইপিএল নিয়ে ব্যস্ততা। যদিও ভারতের কোচ গৌতম গম্ভীর পাচ্ছেন লম্বা ছুটি। তিন মাসের আগে নেই ব্যবস্থা।

তবে অলস বসে থাকার লোক নন গম্ভীর। কাজ করতে চান এ দলের সঙ্গে। নিজের এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়েও দিয়েছেন। সবুজ সংকেত পেলে জাতীয় দলের কোচ সফর করবেন ইংল্যান্ডে।

এ বছরের জুলাইতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ রয়েছে। তার আগে ২০ জুন থেকে ইংল্যান্ডে খেলবে ভারতের এ টিম। সেই টিমের সঙ্গেই গম্ভীর সফর করতে চান। টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী, তাই সেটা মেপে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর।

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গম্ভীর ভারতের এ টিমের সঙ্গে সফর করতে চলেছেন। আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির এই তিন টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল তৈরি রাখতে চাইছেন ভারতের কোচ গম্ভীর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম