বলেছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ
‘রোহিত-কোহলির যতদিন ইচ্ছা ততদিন খেলা উচিত’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
বিতর্ক বাড়াতে দেননি রোহিত শর্মা। সাফ সাফ জানিয়ে দিয়েছেন, ‘এই ফরম্যাটে আরও কিছু দিন খেলব।’ অবসর প্রসঙ্গে টু শব্দটি করেননি বিরাট কোহলি। তবে তাদের বিদায় নিয়ে বিস্তর জল্পনা। ৩৫ ছাড়িয়ে চল্লিশের পথে হাঁটা দুই তারকা কবে ব্যাট-প্যাড তুলে রাখছেন, প্রতিটা আইসিসি টুর্নামেন্টের পর ওঠে এমন প্রশ্ন।
তবে রোহিত বা কোহলির কেউ অবসর নেননি বলেই খুশি যোগরাজ সিং। ভারতের হয়ে এক সময় ক্রিকেট খেলা ও সাবেক তারকা যুবরাজ সিংয়ের বাবার মত, এই দুজন অনেক দিয়েছেন ভারতকে। এখন যতদিন ইচ্ছা তাদের খেলতে দেওয়া উচিত।
৩৭ ছাড়িয়ে ৩৮ বছরের দিকে হাঁটছেন রোহিত। দুই বছর পর বিশ্বকাপের সময়ে বয়স হবে ৪০ বছর। কোহলির তখন হবে ৩৮ বছর। তখন কি রোহিত বা কোহলির পক্ষে বিশ্বকাপ খেলা সম্ভব হবে? যোগরাজ মনে করেন, সম্ভব। দুজনকে অন্তত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দেখতে চান যুবির বাবা।
এএনআইকে তিনি বলেছেন বলেছেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো রোহিত অবসর নিচ্ছে না। সাবাশ আমার বাচ্চারা। রোহিত ও বিরাট কোহলিকে কেউই অবসরের জন্য বাধ্য করতে পারবে না। এরা দুই, তিন, চার বছর—যতক্ষণ ইচ্ছে খেলতে পারে। আমি বলব, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ওদের অবসরের কথা ভাবা উচিত।’
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকায়। রোহিত এবং কোহলি হয়ত সেই পর্যন্ত খেলে যাবেন। তেমনই ইঙ্গিত দিয়েছেন দুজন।