Logo
Logo
×

খেলা

এই বোর্ড সভাপতি তো ক্রিকেটের ‘ক’ও জানে না!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:১৭ পিএম

এই বোর্ড সভাপতি তো ক্রিকেটের ‘ক’ও জানে না!

শহীদ আফ্রিদি

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি দেশের ক্রিকেটের বেহাল অবস্থা দেখে কার্যত ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছেন। সাবেক এই তারকা ক্রিকেটার দাবি করেছেন যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি নাকি তাকে বলেছেন তিনি ‘ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না’।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার পর পাকিস্তান ক্রিকেটের পরিবেশ খুবই জটিল হয়ে রয়েছে। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান দল প্রথমে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে পরাজিত হওয়ার পর সেমিফাইনালে যেতে পারেনি। বাংলাদেশ ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে যায়। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শেষ গ্রুপ পর্বের ম্যাচ বাতিল হয়ে যায়। তাই গ্রিন ব্রিগেড গ্রুপের তলানিতে শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতার জেরে পিসিবি চেয়ারম্যান নকভিকে কাঠগড়ায় তুলেছেন আফ্রিদি। বলেছেন, ‘কিছুদিন আগে লাহোরে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছিলাম। মাঠের উন্নয়ন, গাদ্দাফি স্টেডিয়ামে কাজ, সবই বেশ ভালো এবং সুন্দর। তিনি কাজ করেছেন এবং আরও কাজ করতে চান। কিন্তু তিনি এটাও বলেছেন যে তিনি ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না। যখন আপনি ক্রিকেট জানেন না, তখন আপনাকে সৎ, ক্রিকেটের জন্য নিজেদের উৎসর্গ করা মানুষের সাথে কাজ করা উচিত।’

গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। বেশ কয়েকজন কোচ পদত্যাগ করেছেন এবং অধিনায়কত্ব একজন খেলোয়াড় থেকে অন্য খেলোয়াড়ের কাছে চলে গেছে। নির্বাচক কমিটিরও কোনো স্থায়িত্ব নেই। এছাড়া দলের মধ্যেই দলবাজি, ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে পক্ষপাতিত্ব নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে।

আফ্রিদি বলছেন, পিসিবিতে অভিজ্ঞ এবং পেশাদার মানুষের অভাবের কারণেই সিনিয়র দলের পারফরম্যান্স তলানিতে। তিনি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করার দাবিও করেছেন। তার কথায়, ‘নির্বাচক কমিটি এবং পরিচালকদের মধ্যে যাদের দেখছি, তারা ক্রিকেট জানে না, তারা সবাই আমলা। ক্রিকেটের সঙ্গে তাদের সম্পর্ক কী? তারা কেন নির্বাচন কমিটিতে বসে আছে? তারা কেন ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা পরিচালনা করছে? সবাই পাকিস্তান দলকে দেখছে। আপনাকে ঘরোয়া ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করতে হবে। যদি অভিভাবক ভালো হয়, তাহলে সন্তান নিজে থেকেই ভালো হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম