
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০১:০০ এএম
২০২৭ বিশ্বকাপেও খেলতে পারেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৬:৫২ পিএম

আরও পড়ুন
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তার ভবিষ্যৎ খেলা চালিয়ে যাওয়া নিয়ে তিনি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। বিশেষ করে ২০২৭ বিশ্বকাপে তিনি থাকবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন।
রোহিত বলেছেন, ‘এটা এখন বলা খুব কঠিন। তবে আমি সব অপশন খোলা রাখছি। আমি দেখতে চাই, কতদিন ভালো খেলতে পারি।’
তিনি আরও যোগ করেন, ‘এই মুহূর্তে আমি সত্যিই খুব ভালো খেলছি এবং যা করছি তা উপভোগ করছি। দলও আমার সঙ্গ উপভোগ করছে, যা দারুণ ব্যাপার। আমি ২০২৭ সালের ব্যাপারে কিছু বলতে পারছি না, কারণ সেটা অনেক দূরের ব্যাপার। তবে আমি সব পথ খোলা রাখছি।’
সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতকে শিরোপা জেতানোর পর এবং ফাইনালে ম্যাচসেরা হওয়ার পর রোহিতের অবসর নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এসব গুজব ভিত্তিহীন।
৩৮তম জন্মদিনের কাছাকাছি থাকা রোহিত ব্যাখ্যা করেছেন, কেন তিনি এখনো দলে থাকতে চান। জানিয়েছেন, খেলা চালিয়ে যেতে তাকে কীসে অনুপ্রাণিত করছে।
তিনি বলেন, ‘যতদিন আমি ক্রিকেট উপভোগ করব, যতদিন এই দলের জন্য খেলতে পারব, আমি খেলা চালিয়ে যাব। এটা আমাকে সত্যিই আনন্দ দেয়। এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে—গর্ব, আবেগ। এই দল যেমন খেলছে, আমি এই দল ছাড়তে চাই না।’
‘আমাদের খেলার ধরণ এখন সত্যিই দারুণ। এত আনন্দ, এত মজা! এই দলের সঙ্গে খেলা উপভোগ করি, তাই এখান থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই।’
ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
আরও পড়ুন