Logo
Logo
×

খেলা

ট্রফি জয়ের দিনই আনুষ্কাকে নিয়ে হোটেল ছাড়েন কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৩:৪৫ পিএম

ট্রফি জয়ের দিনই আনুষ্কাকে নিয়ে হোটেল ছাড়েন কোহলি

ছবি: সংগৃহীত

নাইবোরির শোধ দুবাইয়ে তুলেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে মেতেছে শিরোপাউল্লাসে। মাঠ থেকে টিম বাস হয়ে হোটেল—সব জায়গায় চলে উন্মত্ত ‍উল্লাস। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সেদিন রাতেই টিম হোটেল ছাড়েন বিরাট কোহলি।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পর আনুষ্ঠানিকতা সেরে সোজা হোটেলে আসেন কোহলি। পরে সেখানে উল্লাসের পর বেরিয়ে যান তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মাকে নিয়ে। ক্যামেরাও ধরা পড়েন দুজন। এসময় দর্শকদের অভিবাদন করে বেরিয়ে যান কোহলি-আনুষ্কা।

শুধু কোহলিই নয়, রোববার ট্রফির উল্লাস শেষে অধিনায়ক রোহিত শর্মাও টিম হোটেল ছাড়েন। জানা গেছে, পুরো পরিবার নিয়ে ‍দুবাই ছেড়েছেন রোহিত। তবে দেশে ফেরেননি। স্কোয়াডের অনেকেই এখনও দুবাইয়ে আছেন।

পিটিআই’কে ভারতের ক্রিকেট বোর্ডের সূত্র জানিয়েছে, ‘সোমবারই সব খেলোয়াড় তাদের পরিবার নিয়ে দুবাই ছেড়েছেন। কয়েকজন খেলোয়াড় এখানে দুদিনের জন্য থেকে যাচ্ছেন।’

তবে ভারতের কোচ গৌতম গম্ভীর ও পেসার হার্ষিত রানা ফিরেছেন দিল্লিতে। বাকিদের সবাই আছেন ছুটির আমেজে। আপাতত কোহলি-রোহিতদের সাতদিনের ফুরসত। এরপর এ মাসেই শুরু হবে আইপিএলের ব্যস্ততা।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম