Logo
Logo
×

খেলা

বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন চাহাল-ধনশ্রী?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৩:১৬ পিএম

বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন চাহাল-ধনশ্রী?

ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল ও সাবেক স্ত্রী কোরিওগ্রাফার সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট ধনশ্রী ভার্মা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে জুটি হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল ও স্ত্রী কোরিওগ্রাফার সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট ধনশ্রী ভার্মা। তবে গত ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই জুটির। তবে বিচ্ছেদের আগেই ইন্সটাগ্রাম থেকে দুজনের সব ছবি মুছে ফেলেন ধনশ্রী। তবে আবারো সেসব ছবি ফিরিয়ে এনেছেন তিনি। আর এ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। 

রোববার (৯ মার্চ) রাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নতুন প্রেমিকার সঙ্গে বেশ রোমান্টিক মুডে ধরা পড়েন যুজবেন্দ্র চাহাল। এই প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স ক্রিকেটারকে দেখা গেল ফুরফুরে মেজাজে চর্চিত প্রেমিকার সঙ্গে গ্যালারিতে। আর ‘নতুন নারী’ নিয়ে খেলা দেখায় নেটিজেনদের ট্রলের শিকার হন চাহাল। 

আর এর কয়েক ঘণ্টা পরই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আর্কাইভ করা ছবি ফিরিয়ে আনলেন ধনশ্রী। 

২০২০ সালে বিয়ের পিড়িতে বসা ধনশ্রী ২০২৪ সালে চাহালের সঙ্গে তাদের বিয়ের ছবিসহ সব পোস্ট আর্কাইভ করে দেন। আর তাতেই তখন থেকে শুরু হয় বিচ্ছেদের জল্পনা। তবে সোমবার সোমবার ধনশ্রী সেসব ছবি আনআর্কাইভ করেছেন। যার মধ্যে বিয়ের ছবি, একসঙ্গে ব্র্যান্ড প্রমোশনের ছবি ও ঘুরাঘুরির ছবিও রয়েছে। 

অনুরাগীরা তাৎক্ষণিকভাবে এসব পোস্টে নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।  কেউ কেউ এমনকি অনুমান করেছেন যে ধনশ্রীর এই পদক্ষেপ পুনর্মিলনের ইঙ্গিত দিতে পারে।  যদিও এখনো তারা কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

কারো কারো মতে,আরজে মহাভাশের সঙ্গে চাহালের ছবি দেখে ধনশ্রী ঈর্ষান্বিত বোধ করছেন।

জানা গেছে যে, মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্সসংক্রান্ত মামলা চলছে ধনশ্রী ও চাহালের। ধনশ্রীর আইনজীবী দাবি করেছেন যে, সেই আইনি প্রক্রিয়া এখনো চলছে আদালতে। বিভিন্ন মহল থেকে ছড়িয়ে পড়ে যে, বিচ্ছেদের পর ৬০ কোটি টাকা  খোরপোশ চেয়েছেন ধনশ্রী। এরপর তার আইনজীবী একটি বিবৃতিতে বলেন, প্রক্রিয়া নিয়ে আমার কিছু বলার নেই। বিষয়টি এখনো বিচারাধীন। কোনো খবর ছড়ানোর আগে সেটি যাচাই করে নেওয়া উচিত। কারণ প্রচুর ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম