Logo
Logo
×

খেলা

রাচিনের টুর্নামেন্টসেরার পুরস্কার মানতে পারছেন না অশ্বিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:৫০ পিএম

রাচিনের টুর্নামেন্টসেরার পুরস্কার মানতে পারছেন না অশ্বিন

ছবি: সংগৃহীত

দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে ভারত। যেখানে টুর্নামেন্টে দারুণ পারফর্ম করে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। তবে তার এই পুরস্কার জয় মানতে পারছেন না ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সাবেক এই অলরাউন্ডারের মতে, টুর্নামেন্টসেরার পুরস্কার ভারতের বরুণ চক্রবর্তীর জেতা উচিত ছিল।

ইংল্যান্ড সিরিজে নজর কেড়ে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়া বরুণ শুরুতে একাদশে সুযোগ না পেলেও শেষ দিকে দারুণ ভূমিকা ছিল তার। টুর্নামেন্টে ৩ ম্যাচে সুযোগ পেয়ে ৯ উইকেট শিকার করেছেন বরুণ। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। তাছাড়া ফাইনালেও ৪৫ রান খরচায় গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলেছেন তিনি।

অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে ৪ ইনিংসে রাচিন করেছেন ২৬৩ রান। যা টুর্নামেন্টের সর্বোচ্চ। পাশাপাশি বল হাতে ৩টি উইকেটও শিকার করেছেন তিনি। যে কারণে টুর্নামেন্টসেরার পুরস্কার দেওয়া হয় তাকে। তবে অশ্বিনের মতে, শেষ দিকে ভারতের এক্স-ফ্যাক্টর হয়ে ওঠা বরুণই পেতে পারত টুর্নামেন্টসেরার পুরস্কার।

টুর্নামেন্টসেরার পুরস্কার নিয়ে অশ্বিন বলেন, ‘যাই বলা হোক না কেন, আমার মতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন বরুণ চক্রবর্তী। তিনি পুরো টুর্নামেন্ট খেলেননি। অথচ বড় পার্থক্য গড়ে দিয়েছেন। যদি বরুণ চক্রবর্তী না থাকত, আমার মনে হয় খেলাটি ভিন্ন হত। তিনি সেই এক্স-ফ্যাক্টর যে নতুনত্ব এনেছিল। আমি যদি বিচারক হতাম, তাহলে আমি বরুণকে এটি (টুর্নামেন্টসেরার পুরস্কার) দিতাম। তিনিই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়ার কারিগর।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম