বিজ্ঞাপন ইস্যুতে ৩ নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন কোহলি-গাভাস্কাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:২৬ এএম

ছবি: সংগৃহীত
ক্যানসার, হাঁপানি ও উচ্চ রক্তচাপের মতো রোগ হুঁ হুঁ করে বাড়ছে। এই নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। তাই আইপিএল বিজ্ঞাপন প্রচারে তিনটি নিষেধাজ্ঞা এনেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন চাইলে আর তামাক এবং মাদকদ্রব্যের বিজ্ঞাপন করতে পারবেন না বিরাট কোহলিরা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষকে। আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমলকে চিঠি লিখেছেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস অতুল গোয়েল। ক্রিকেটার এবং ধারাভাষ্যকাররাও কোনও মাদকের বিজ্ঞাপন করতে পারবেন না বলেও জানানো হয়েছে ওই চিঠিতে।
নির্দেশনা তিনটি হচ্ছে— স্টেডিয়াম বা ম্যাচ সম্প্রচারের সময়ে তামাক বা মাদকদ্রব্যের বিজ্ঞাপন দেখানো যাবে না। মাদক ব্র্যান্ডের অন্য ধরণের পণ্যের বিজ্ঞাপনও বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত, খেলার মাঠ বা অন্যান্য জায়গায় তামাক পণ্য বিক্রি করা যাবে না। তৃতীয়ত, ক্রিকেটার বা ধারাভাষ্যকাররা এই ধরণের বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না।
গত ৫ মার্চ দেওয়া চিঠিতে বলা হয়, ‘তামাকজনিত অসুখে মারা যাওয়াদের তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। তাই আইপিএলের মঞ্চ থেকে এই ধরণের পণ্যের বিজ্ঞাপন দেখানো বন্ধ করা উচিত। কারণ ভারতে সবচেয়ে বেশি দর্শক রয়েছে আইপিএলেই।’
সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগের মতো সাবেক ক্রিকেটাররা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেন। কোহলিকে দেখা যায় রয়্যাল স্ট্যাগের বিজ্ঞাপনে। এবার আর তাদের বিজ্ঞাপন দেখা যাবে না আইপিএলে। তবে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা আইপিএল কর্তৃপক্ষ এই তিন নিষেধাজ্ঞা ইস্যুতে এখনও কিছু জানায়নি।