Logo
Logo
×

খেলা

‘আমরা কি আয়োজক’ পুরস্কার মঞ্চে কাউকে না দেখে ওয়াসিমের প্রশ্ন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৯:৫১ এএম

‘আমরা কি আয়োজক’ পুরস্কার মঞ্চে কাউকে না দেখে ওয়াসিমের প্রশ্ন

ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কে- পাকিস্তান না ভারত? চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আধিপত্য ও সবশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে হওয়ার পর এমন প্রশ্ন তুলেছেন খোদ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

ওয়াসিমের প্রশ্নটিকে উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। টুর্নামেন্ট মাঠে গড়ানোর বহু আগে একক আয়োজক হিসেবে পাকিস্তান ঠিক হয়ে থাকলেও টুর্নামেন্টের আগ মুহূর্তে বেকে বসে ভারত। পরিষ্কার জানিয়ে দেয়, টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানের মাটিতে পা দেবে না ভারতীয় ক্রিকেট দল। শেষ পর্যন্ত আইসিসির কারণে সেটি মানতে বাধ্য হয় পাকিস্তান। নিজেদের ম্যাচগুলো একমাত্র ভেন্যু দুবাইয়ে খেলার সুযোগ পায় ভারত।

টুর্নামেন্টে ভারতকে এই সুবিধা দেওয়ার কারণে বাকি দলগুলোকে কম ধকল পোহাতে হয়নি। পাকিস্তান ও দুবাই সফরের ওপর থাকতে হয়েছে দলগুলোকে। যা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। তবে, সবশেষ শিরোপা নির্ধারণী মঞ্চে যা হয়েছে তাতে হতাশ হয়েছেন অনেকেই। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও, শিরোপা নির্ধারণী মঞ্চে ছিল না পাকিস্তানের কেউ। অথচ, ভারত থেকে উপস্থিত ছিলেন তিনজন। যা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

বিষয়টিকে অদ্ভুত লেগেছে জানিয়ে ওয়াসিম বলেন, ‘আমি যা জেনেছি, চেয়ারম্যান অসুস্থ ছিলেন না। এছাড়াও ফাইনালে উপস্থিত ছিলেন পিসিবির কর্মকর্তা সুমাইর আহমেদ এবং উসমান ওয়াহলা। এই দুজন সেখানে ছিলেন, তবুও তাদের কেউই মঞ্চে উপস্থিত হননি।’

ওয়াসিম এরপর বলেন, ‘এখন প্রশ্ন হল, আমরা কি আয়োজক ছিলাম না? এটা কীভাবে সম্ভব যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিওও বা চেয়ারম্যানের প্রতিনিধিত্বকারী কোনও কর্মকর্তাও মঞ্চে ছিলেন না? তাকে কি আমন্ত্রণ জানানো হয়নি? আমি পুরো ঘটনাটি জানি না, তবে দেখার সময় এটি অবশ্যই আমার কাছে অদ্ভুত লেগেছিল। মঞ্চে একজন পাকিস্তানি প্রতিনিধি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যদিও তারা কাপ বা পদক নাও দিত, তবুও কারো না কারো তো সেখানে থাকা উচিত ছিল।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম