Logo
Logo
×

খেলা

ডেভিস কাপে বাংলাদেশের শুভ সূচনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৮:৫০ এএম

ডেভিস কাপে বাংলাদেশের শুভ সূচনা

ছবি: সংগৃহীত

ডেভিস কাপ জুনিয়র টেনিসে মালয়েশিয়ার কুচিংয়ে সোমবার প্রথমদিন ২-১ সেটে প্যাসিফিক ওশেনিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

প্রথম এককে বাংলাদেশের কাব্য গায়েন ৬-৩, ৬-৩ গেমে প্যাসিফিক ওশানিয়ার সেকাল্ট মাতাইহুকে হারায়। দ্বিতীয় এককে বাংলাদেশের তানভির মুন তুষার ৬-৩, ৫-৭, ২-৬ গেমে প্যাসিফিক ওশানিয়ার অস্টিন কেনির কাছে হারলে ১-১ ম্যাচে সমতা ফিরে আসে।

দ্বৈতে বাংলাদেশের কাব্য ও মো. রাজিব জুটি ৬-২, ৬-২ এ প্যাসিফিক ওশেনিয়ার মাতাইহু ও লি থাম জুটিকে হারালে বাংলাদেশ ২-১ ম্যাচে প্যাসিফিক ওশেনিয়ার বিপক্ষে জয়ী হয়।

বিমানবাহিনী চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস আরচারি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। রানার্সআপ বিকেএসপি। সোমবার টঙ্গীর আরচারি ট্রেনিং ক্যাম্পে অনুষ্ঠিত খেলায় ছয়টি ইভেন্টের মধ্যে বিমানবাহিনী তিনটি স্বর্ণ, দুটি রুপা ও দুটি ব্রোঞ্জসহ সাতটি পদক জিতে চ্যাম্পিয়ন হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম