
ছবি: সংগৃহীত
ভারতে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে মোহাম্মদ আশরাফুলে নেতৃত্বে বাংলাদেশ টাইগার্স নামে একটি দলের অংশগ্রহণের কথা ছিল। সে অনুযায়ী ভারতে পৌঁছেও গিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। কিন্তু শেষ মুহূর্তে তাদের ভারত থেকে ফিরে আসতে হচ্ছে।
জানা গেছে, এশিয়ান লিজেন্ডস লিগ নামের এই টুর্নামেন্ট ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমোদিত নয়। তাই দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা দেশে ফিরে আসবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
আগামীকাল ১১ মার্চ আফগানিস্তান পাঠানসের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ টাইগার্সের। ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।