ধোনি নাকি রোহিত–অধিনায়ক হিসেবে সাফল্যে কে এগিয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৭:১৫ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। তাদের দুজনের অধীনেই একাধিক বৈশ্বিক শিরোপা জিতেছে ভারত। এছাড়া আইপিএলেও তারা যে দুই দলে খেলেন, সে দলগুলোই টুর্নামেন্টে সবচেয়ে সফল। সম্প্রতি রোহিত শর্মার নেতৃত্বে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর শুরু হয়েছে নতুন আলোচনা–ধোনি এবং রোহিতের মধ্যে অধিনায়ক হিসেবে সাফল্যের দিক দিয়ে কে সেরা।
পরিসংখ্যান বলছে, উল্লেখযোগ্য শিরোপার বিচারে ধোনি-রোহিতের সেয়ানে সেয়ানে টক্কর। অধিনায়ক হিসেবে আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মোট ১০টি শিরোপা জিতেছেন রোহিত শর্মা। অন্যদিকে ধোনি জিতেছেন ১২টি।
২০০৭ সালে ভারতকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন ধোনি। এরপর ২০১১ সালে তার অধিনায়কত্বেই ভারত দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ ঘরে তোলে। এক যুগ আগে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিও এনে দেন এই উইকেটকিপার-ব্যাটার। ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির এই তিনটি টুর্নামেন্টের শিরোপা দলকে এনে দিয়েছেন ধোনি।
ধোনি সফল এশিয়ার ক্রিকেটেও। এসিসি আয়োজিত এশিয়া কাপে দুইবার দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। ২০১০ এবং ২০১৬ সালে তার নেতৃত্বে টুর্নামেন্টটিতে শিরোপার স্বাদ পায় ভারত। এর মধ্যে প্রথমটি ওয়ানডে ফরম্যাটে হলেও দ্বিতীয়টি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে।
আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়েও সফল অধিনায়ক ধোনি। পাঁচবার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। ২০১০ সালে প্রথমবার শিরোপা জেতানোর পর ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালেও চেন্নাইকে শিরোপা এনে দেন তিনি। এর বাইরে বিলুপ্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও ২০১০ ও ২০১৪ সালে দলকে শিরোপা জিতিয়েছিলেন ধোনি।
অন্যদিকে জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার আগেই আইপিএলের সফল অধিনায়ক ছিলেন রোহিত। তার নেতৃত্বে মুম্বাই আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে। ২০১৩ সালে প্রথমবার শিরোপা জেতানোর পর ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালেও মুম্বাইকে শিরোপা এনে দেন রোহিত। এর মাঝে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জিতিয়েছেন মুম্বাইকে।
২০১৮ সালে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অবর্তমানে জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে এশিয়া কাপ জেতান রোহিত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এবার তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত।
শুধু ওয়ানডে বিশ্বকাপের ট্রফিই তাদের সাফল্যের গ্রাফে পার্থক্য গড়ে দিচ্ছে। ২০১১ সালে ধোনির নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বকাপ জয় করে ভারত। কিন্তু ২০২৩ সালে সে সুযোগ পেয়েও হাতছাড়া হয় রোহিতের। ঘরের মাঠের সে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত।