Logo
Logo
×

খেলা

ভারত শিরোপা জিতলেও আক্ষেপ জাদেজার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৬:০১ পিএম

ভারত শিরোপা জিতলেও আক্ষেপ জাদেজার

ছবি: সংগৃহীত

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছে চ্যাম্পিয়ন ভারত। যার ফলে ভারতকে ফাইনাল ম্যাচটি খেলতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানেই নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা উৎসব করেছে তারা।

তবে ভারতের শিরোপা জয়ের পরও মনের কোণে একটু আক্ষেপ রয়ে গেছে দেশটির সাবেক ক্রিকেটার অজয় জাদেজার। দুবাইয়ের বরং চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তানের লাহোরে যদি শিরোপা জিতত ভারত, তাহলে আনন্দ আরও বেশি হতে পারত বলে মত তার।

ফাইনালের পর স্পোর্টস সেন্ট্রালের দ্য ড্রেসিংরুম শো-এ ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের সঙ্গে হাজির ছিলেন জাদেজা। সেখানে পাকিস্তানের দর্শকদের নিয়ে প্রশংসা শোনা যায় জাদেজার গলায়। তিনি বলেন, পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও দর্শকরা মাঠে এসে উদ্দীপ্ত করেন ক্রিকেটারদের। তাই ভারত যদি লাহোরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হতো, তাহলে বৃহত্তর আঙ্গিকে সেটাই হতো ক্রিকেটের জয়।

পাকিস্তানের টিভি অনুষ্ঠানে অজয় জাদেজা (বামে)

অজয় বলেন, ‘শুধু আতিথেয়তাই নয়, বরং পাকিস্তানের দর্শদের নিয়েও ক্রিকেটাররা (যারা পাকিস্তানে খেলতে গিয়েছেন) অপ্লুত। আয়োজকদের বিষয়টা তো আলাদা রয়েছেই। পাকিস্তানের মানুষ প্রচুর সংখ্যায় স্টেডিয়ামে আসে। হতে পারে ওদের নিজেদের দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তার পরেও ওরা স্টেডিয়ামে ভিড় জমায়। এটা দারুণ বিষয়।’

পরক্ষণেই জাদেজা বলেন, ‘আমি মনে করি যে, ভারতীয় দল যদি লাহোরে চ্যাম্পিয়ন হতো, তাহলে আরও ভালো হতো। সেটা সবার জন্যই ভালো হতো। ভারতীয় বলেই আমি চাই ভারত চ্যাম্পিয়ন হোক। তবে লাহোরে সেটা হলে খেলার বাইরেও সেটা সবার জয় হতো।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম