Logo
Logo
×

খেলা

প্রতিবেশীর অভিযোগে ক্রিকেটার আটক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৫:২৯ পিএম

প্রতিবেশীর অভিযোগে ক্রিকেটার আটক

প্রতীকী ছবি

দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা মেলেনি লংকান ক্রিকেটার আসেন বান্দারার। তবু হঠাৎ-ই খবরের শিরোনাম তিনি। কারণ প্রতিবেশীর সঙ্গে বাদানুবাদের জেরে তাকে আটক করেছে শ্রীলংকার পুলিশ। পরে অবশ্য জামিনও হয়েছে তার।

পুলিশের বরাতে জানা গেছে, বান্দারার বাসা পিলিয়ান্দালার কোলামুন্না এলাকায় গতকাল সন্ধ্যায় গাড়ি পার্কিং নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয়। বিবৃতিতে লংকান পুলিশ বলেছে, ‘শনিবার সন্ধ্যায় বান্দারার ঝামেলা নিয়ে এক প্রতিবেশী অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, সে কারও বাসায় অযাচিতভাবে ঢুকেছে। বাদানুবাদ শেষ পর্যন্ত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। শনিবার রাতেই আহত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই দিনে তাকে জামিন দেওয়া হয়েছে।’

জামিন পেলেও আগামী ১২ মার্চ তাকে আদালতে হাজিরা দিতে হবে বলে শোনা যাচ্ছে।

এদিকে বান্দারার এই ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ‘আমাদের আগে চুক্তির ব্যাপার দেখতে হবে। একই সঙ্গে ঘটনাও বিচার করতে হবে। যদি মনে হয়, সে শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) জন্য দুর্নাম বয়ে আনবে, তাহলে আমরা আরও পদক্ষেপ নিতে পারি। এই ব্যাপারটি নিয়ে আমরা নিজেরা আলাপ-আলোচনা করব এবং যদি কোনো তদন্তের দরকার হয়, আমরা করব।’

উল্লেখ্য, ২০২৩ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি বান্দারার। আর সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে গত ১৪ ফেব্রুয়ারি। সেদিন প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি পুলিশ স্পোর্টস ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম