Logo
Logo
×

খেলা

পুরস্কার মঞ্চে আয়োজক পাকিস্তানের কাউকে না রাখায় বিতর্ক, যা বলছে আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম

পুরস্কার মঞ্চে আয়োজক পাকিস্তানের কাউকে না রাখায় বিতর্ক, যা বলছে আইসিসি

চ্যাম্পিয়ন্স ট্রফির সদ্য শেষ হওয়া নবম আসরের একক আয়োজক ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে একা ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়নি। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা হয় নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের দুবাইয়ে। ভারত ফাইনালে ওঠায় ফাইনাল ম্যাচ পাকিস্তানের পরিবর্তে দুবাই অনুষ্ঠিত হয়। 

কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেহেতু পুরস্কার মঞ্চে কে থাকবেন তা আইসিসির সঙ্গে কথা বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই ঠিক করার কথা ছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের কাউকে পুরস্কার মঞ্চে রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব ও বর্তমান আইসিসির চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বাধীন বোর্ড। 

শুধু তাই নয়, পুস্করা মঞ্চে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী এবং সচিব দেবজিৎ শইকীয়া থাকলেও পাকিস্তানের কোনও ক্রিকেট কর্তা ছিলেন না। ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। মঞ্চের তিন প্রধান অতিথিই ছিলেন ভারতীয়। যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক তারকা পেস বোলার শোয়েব আখতার। 

বিতর্কের মুখে আইসিসির এক মুখপাত্র বলেছেন, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি রোববার দুবাইয়ে আসতে পারেননি। তাকে পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী শুধু বোর্ড কর্তারাই পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে পারেন। পিসিবির অন্য কোনও কর্তাও ছিলেন না। পাকিস্তানই প্রতিযোগিতার মূল আয়োজক। পিসিবির পক্ষে কারও উপস্থিত থাকা উচিত ছিল।

আইসিসির ব্যাখ্যায় অসন্তুষ্ট পিসিবি। সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক কর্তা বলেছেন, নকভি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী। আগে থেকেই তার অন্য সরকারি সূচি নির্ধারিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য দুবাইয়ে পিসিবির সিইওকে পাঠানো হয়েছিল। তাকে অবশ্যই মঞ্চে আমন্ত্রণ জানানো উচিত ছিল।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম