Logo
Logo
×

খেলা

প্রথমবার গ্র্যান্ডমাস্টার ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:৫৪ পিএম

প্রথমবার গ্র্যান্ডমাস্টার ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার কলোম্বো শহরে পর্দা উঠছে এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের। মঙ্গলবার (১১ মার্চ) বিশ্বকাপ দাবার এই বাছাই টুর্নামেন্ট শুরু হবে।

তবে এই টুর্নামেন্ট নিয়ে একটি দুঃসংবাদ রয়েছে দেশের দাবাপ্রেমীদের জন্য। এবারই প্রথম এশিয়ান জোনাল দাবায় অংশ নিচ্ছেন না বাংলাদেশের কোনো গ্র্যান্ডমাস্টার।

এ প্রসঙ্গে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুমন জানালেন, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমরা সরাসরি বিশ্বকাপে খেলে আসছি। গ্র্যান্ডমাস্টার কেউ থাকলে বাংলাদেশের সম্ভাবনা ও আত্মবিশ্নাস একটু বেশিই থাকত।’

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ থেকে এই ইভেন্টে অংশগ্রহণ করছেন ১২ জন খেলোয়াড়।

ওপেন বিভাগে খেলছেন জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানার-আপ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, তানভীর আলম ও কাজী আফসান রওনক আনান। 

নারী বিভাগে খেলছেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও আসিয়া সুলতানা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম