Logo
Logo
×

খেলা

শিরোপা জয়ে কোহলিদের উল্লাস, টিভি ভাঙলেন সমর্থক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:৩৭ পিএম

শিরোপা জয়ে কোহলিদের উল্লাস, টিভি ভাঙলেন সমর্থক

বিরাট কোহলি-রোহিত শর্মারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপার উল্লাসে ব্যস্ত ছিলেন। অথচ ভারতীয় ক্রিকেট দলের এই উল্লাস চলাকালীন ভারতের এক ভক্ত সবচেয়ে অবাক করার মতো কাণ্ড ঘটিয়েছেন। 

পুণের সেই ক্রিকেট ভক্ত ভারতীয় ক্রিকেট দলের শিরোপা জয়ের সেলিব্রেশনের মাঝেই নিজের মাথায় হাজার হাজার ক্রিকেট ভক্তের সামনে একটি টিভি ভেঙে ফেলেন।  এতে তার তেমন কোনো ক্ষতি হয়নি। তিনি টিভি ভেঙে শিরোপার উৎসবে মেতে ওঠেন। 

গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেয়িামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ২৫১ রানে থামিয়ে ৪ উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। 

অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জয়সূচক বাউন্ডারি হাঁকানোর পর থেকেই শুরু হয়ে যায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের সেলিব্রেশন। ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে রোহিত এবং কোহলির কাছে এই জয় নিঃসন্দেহে একটু বেশি স্পেশ্যাল ছিল। যে কারণে তাদের দুই জনকে ছেলেমানুষের মতো আবেগে ভাসতে দেখা যায়। একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে ভাসেন। মাঠে নেমে উইকেট নিয়ে শুরু করে দেন ডান্ডিয়া নাচ। 

শুধু কোহলি বা রোহিত নন, দলের প্রতিটা সদস্যই আবেগে ভেসে যান। কোচ গৌতম গম্ভীরও উৎসবে যোগ দেন। মাঠে সেলিব্রেশনের পর ড্রেসিংরুমে ফিরেও চলে উৎসব, রোহিতের কেক কাটা, একে অপরের সঙ্গে ছবি তোলা, নাচানাচি করা- সব মিলিয়ে আনন্দের জোয়ারে ভাসেন ভারতীয় তারকারা। 

মাঠের উৎসব শেষে সাদা কোট এবং গলায় বিজয়ী পদক নিয়ে রোহিত-কোহলিরা রাত ১১টায় যখন টিম হোটেলে পৌঁছান তখন তাদের এক নজর দেখার জন্য টিম হোটেলের বাইরেও ভিড় করেন ভক্ত-সমর্থকরা। সেখানকার উন্মাদনাও ছিল দেখার মতো। ভারতীয় দলকে হোটেলে বিশেষ ভাবে ওয়েলকাম জানানো হয়। আতশবাজি, পুষ্পবৃষ্টিতে। 

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম