
ছবি: বাফুফে
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তায়েফে ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ক্যাম্পে আজ (সোমবার) অনুশীলন থেকে বিরতি পেয়েছেন ফুটবলাররা। বিরতির সুযোগে জাতীয় দলের মুসলিম ফুটবলার ও কোচিং স্টাফরা মক্কায় ওমরাহ পালনের উদ্দেশে রওনা হয়েছেন।
বাংলাদেশ ফুটবল দল গত তিন বছর যাবত মার্চের আন্তর্জাতিক উইন্ডোর আগে সৌদি আরবে ক্যাম্প করছে। গত দুই বছরের মতো এবারও ছুটির দিনে ওমরাহ পালন করছেন ফুটবলাররা।
ওমরাহ পালন শেষে আবার রাতে তায়েফে ফিরবেন ফুটবলাররা।
উল্লেখ্য, আগামী ২৫ মার্চ অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ৩০ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেই স্কোয়াডের ২৮ জন ফুটবলার ঢাকায় ক্যাম্প শুরু করেন৷
এদিকে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম আজ সৌদি সময় বিকেল সাড়ে পাঁচটায় জেদ্দায় পৌঁছাবেন। সেখানে বাংলাদেশ দলের সঙ্গে থাকা লিয়াজোঁ অফিসার ফাহমিদুলকে জেদ্দা থেকে তায়েফের হোটেলে নেবেন।