-67ceabe745d60.jpg)
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ আমির। ২০১৭ সালে ভারতকে হারানোর পেছনে বড় অবদান এই পেসারের। সেই তিনি ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলেই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন। মাত্র ৩২ বছর বয়সেই কেন ক্রিকেট ছাড়তে হলো তাকে?
অবসর নিয়ে লম্বা সময় চুপ থাকার পর এবার গোমর ফাঁস করেছেন আমির। যেখানে এই বাঁহাতি পেসার অভিযোগের আঙুল তুলেছেন নির্বাচকদের দিকে। টিম ম্যানেজমেন্টের পক্ষপাত ও দুর্ব্যবহারের শিকার বলেও অভিযোগ আমিরের।
কোভিড-১৯ মহামারির মধ্যে পাকিস্তানের নিউজিল্যান্ড সফরে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ আমিরের। তিনি বলেন, ‘কোভিড-১৯ এর সময় পাকিস্তান নিউজিল্যান্ড যাচ্ছিল। ৪০ জন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছিল, কিন্তু আমার নাম সেখানে ছিল না।’
আমির সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনিসের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করেন। যদিও সরাসরি নাম বলেননি আমির। তিনি বলেন, ‘৯০-এর দশকের একজন সাবেক ক্রিকেটার আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। সবাই তাকে জিজ্ঞাসা করছিল যে ভালো পারফর্ম করা সত্ত্বেও আমির কেন নিউজিল্যান্ড দলে নেই। যার উত্তরে সে বলেছিল, সে আমাদের পরিকল্পনায় আছে, তবে আমাদের তাকে আপাতত চাপে রাখা দরকার। আমরা পরে দেখব।’
আমির প্রথম দফা ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসর ভেঙে দলে ফেরেন। যদিও এরপর ফের ১৪ ডিসেম্বর অবসরের ঘোষণা দেন।