-67ce9fb1beb29.jpg)
ছবি: সংগৃহীত
আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছ্বেদ হয়ে গেছে। এক মাসও পেরোয়নি। তার আগেই নতুন প্রেমিকা নিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন যুজবেন্দ্র চাহাল। রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে বেশ খুশি খুশি চেহারাতেই ধরা পড়েন ভারতের তারকা স্পিনার। ‘নতুন নারী’ নিয়ে খেলা দেখায় নেটিজেনদের ট্রলের শিকারও হয়েছেন।
তবে নতুন করে জেগেছে প্রশ্ন—কে এই সুন্দরী নারী? চাহাল-ধনশ্রী ভার্মার সম্পর্কে যখন টানা পোড়েন তখন তৃতীয়জন হয়ে আসেন আরজে মাহভাশ। ভারতের বেশ কিছু গণমাধ্যমে বলা হয়, মাহভাশের সঙ্গে ডেট করছেন চাহাল। কিন্তু সরাসরি নাকোচ করেছিলেন মাহভাশ। কিন্তু এবার আর রাখঢাক রাখেনি। সরাসরি দেখা গেছে ক্যামেরায়।
ম্যাচের পর নিজের ইন্সটাগ্রামে পোস্টও করেছেন মাহভাশ। সেখানেও দেখা যাচ্ছে হাস্যজ্বল মুখে অন্যদিকে তাকিয়ে আছেন চাহাল। ভিডিওতে দুজনে কথাও বলছিলেন। মাহভাশ পোস্টে লেখেন, ‘বলেছিলাম না জিতে ফিরব। আমি ভারত দলের জন্য শুভ শক্তি।’
আরজে মাহভাশের জন্ম উত্তর প্রদেশের আলিগড়ে। তিনি মূলত একজন ইউটিউবার। প্রাঙ্ক ভিডিও বানান। এজুকেশন নিয়েও কথা বলেন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে তিনি ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন। পরে ম্যাস কমিউনিকেশনের উপর মাস্টার্স করেছেন জামিয়া মিল্লা ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে। ইউটিউবিং ছাড়াও তিনি একজন রেডিও জকি। রেডিও মিরচি ৯৮.৩ এফএমে কাজ করেন। রিয়েলিটি শো বিগ বসেও তিনি কাজ করেছেন।মূলত মাহভাশ এই দম্পতির মাঝে এসেছেন এক পোস্টকে ভিত্তি করে। ২০২৪ সালের ক্রিসমাস পার্টিতে চাহালকে মাহভাশের সঙ্গে দেখা গিয়েছিল। দেখা যায়, চাহাল-মাহভাশের সঙ্গে আরও কয়েকজন হাসিমুখে ছবিতে পোজ দিচ্ছেন। ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই তাদের মধ্যে সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়।
সেসময় মাহভাশ সরাসরি এই সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দেন, ‘এটা একেবারেই ভিত্তিহীন এবং নিছক মিথ্যে।’ তবে এবার একেবারে প্রকাশ্যে চুটিয়ে চাহালের সঙ্গে সময় কাটাচ্ছেন মাহভাশ।