-67ce9eea7a3c7.jpg)
ছবি: সংগৃহীত
বয়স বাড়লে মানুষ শিশুসুলভ আচরণ করা শুরু করে। সুনীল গাভাস্কার বোধয় তার সবচেয়ে ভালো উদাহরণ। নয়তো ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তিনি যেভাবে শিশুর মতো নেচেছেন; তাতে কে বলবে এই মানুষটা আসছে জুলাইয়ে ৭৬ বছরে পা দেবেন? এই গাভাস্কারকে দেখে আপনার মনে হতে বাধ্য ভারতের এই শিরোপা এক ধাক্কায় গাভাস্কারের ৭০ বছর কমিয়ে দিয়েছে।
অথচ, এই ম্যাচের আগে পাকিস্তান দল নিয়ে সমালোচনা করে ইনজামাম-উল-হকের তোপের মুখে পড়েছিলেন গাভাস্কার। ইনজামাম রাখঢাক না রেখেই বলেছিলেন, ‘উনি সিনিয়র মানুষ, উনার এখন বুঝেশুনে কথা বলা উচিত।’ কে জানে ইনজামামের সে কথা গাভাস্কারের কানে পৌঁছেছিল কিনা। তবে তিনি যে সে সব আমলে নেওয়ার লোক না সেটা বুঝিয়ে দিয়েছেন এদিন।
শিরোপা হাতে রোহিতরা যখন উদযাপনে ব্যস্ত তখন সব ভুলে হাত–পা ছুড়ে শিশুর মতো নাচ শুরু করেন গাভাস্কার। ৮৩-এর এই বিশ্বকাপজয়ী মাঠে নেচেছেন শিশুর মতো। গাভাস্কারের এমন পাগলামি দেখে উথাপ্পা তখন হেসে কুটিকুটি।
𝘿𝙞𝙡 𝙩𝙤𝙝 𝙗𝙖𝙘𝙝𝙘𝙝𝙖 𝙝𝙖𝙞 𝙟𝙞 😍
Just a glimpse of Sunil Gavaskar's passion and love for Indian cricket! ❤#ChampionsTrophyOnJioStar #INDvNZ #ChampionsTrophy2025 pic.twitter.com/0ZJMHjVTIZ
স্টার স্পোর্টসের সঞ্চালক যতীন সাপরু গাভাস্কারের এমন কাণ্ড দেখে বলেন, ‘গাভাস্কারকে থামাবে কে?’ পাশ থেকে ভারতের সাবেক স্পিনার হরভজন সিং বলেন, ‘তাকে থামানো উচিত নয়। মুহূর্তটা সুন্দর। মজা লাগছে দেখে। তিনি একজন কিংবদন্তি এবং শ্রদ্ধার পাত্র। তার জন্যই আমরা খেলা শুরু করেছি, সৌভাগ্যবান হিসেবে ট্রফিগুলো জিততে পেরেছি। আর আজ (কাল) তার মধ্যে সেই একই অনুভূতি ফিরে এসেছে।’