Logo
Logo
×

খেলা

বিচ্ছেদের ১ মাস না যেতেই নতুন প্রেমিকা নিয়ে মাঠে হাজির চাহাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম

বিচ্ছেদের ১ মাস না যেতেই নতুন প্রেমিকা নিয়ে মাঠে হাজির চাহাল

ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে জুটি হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল ও স্ত্রী নৃত্যপটীয়সী ধনশ্রী ভার্মা। কিন্তু এ দম্পতিকে বিচ্ছেদের জন্য গত মাসে মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। সেখানেই তাদের বিবাহবিচ্ছেদ হয়। গত ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় ধনশ্রী ভার্মা ও যুজবেন্দ্র চাহালের। কিন্তু তাদের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মন ভেঙে যায়। আবার ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয় ধনশ্রীকে। এর মধ্যেই একটি ক্রিপটিক পোস্ট শেয়ার করেছেন ধনশ্রী, যেখানে তিনি নারীদের শক্তিশালী হওয়ার কথা বলেছেন।

গতকাল রোববার (৯ মার্চ) রাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নতুন প্রেমিকার সঙ্গে বেশ খুশি খুশি চেহারাতেই ধরা পড়েন যুজবেন্দ্র চাহাল। এই প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স ক্রিকেটারকে দেখা গেল ফুরফুরে মেজাজে চর্চিত প্রেমিকার সঙ্গে গ্যালারিতে। আর ‘নতুন নারী’ নিয়ে খেলা দেখায় নেটিজেনদের ট্রলের শিকার হন চাহাল। এর মধ্যেই ভাইরাল ধনশ্রীর একটি ইনস্টাগ্রাম পোস্ট। 

রোববার ধনশ্রী ইনস্টাগ্রাম স্টোরিতে একটি অদ্ভুত পোস্ট শেয়ার করেছেন। যেখানে নারীদের শক্তিশালী হওয়ার বার্তা দিয়েছেন তিনি। শনিবার নারী দিবসের একদিন পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন ধনশ্রী, যা এখন খুব বেশি ভাইরাল। 

চাহালের সাবেক স্ত্রীর পোস্টে লেখা রয়েছে— ‘ঈশ্বর তার ভেতরে রয়েছেন। কেউ তাকে হারাতে পারবে না…’। এই পোস্টে কয়েক লাইন যোগ করেছেন ধনশ্রী নিজেও। তিনি লিখেছেন— এটি সেই সমস্ত নারীর জন্য, যারা আন্তরিক, শক্তিশালী ও খুবই ধৈর্যশীল এবং নিজের মানুষের জন্য সবকিছু করতে পারেন। আসুন আমরা সবাই নিজেদের উদযাপন করি। শিগগিরই আমাদের অবস্থা ভালো হবে।

এদিকে রোববার গ্যালারিতে নজর কাড়েন চাহাল ও আরজে মহভাশ। গ্যালারিতে একে-অপরের পাশে বসে, একসঙ্গে ম্যাচ উপভোগ করলেন তারা। তারা আদৌ কোনো সম্পর্কে রয়েছেন কিনা আপাতত তা জানতেই মুখিয়ে রয়েছেন নেটিজেনরা। তারই মাঝে ধনশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি প্রশ্ন তুলছে বিশেষ করে?

জানা গেছে যে, মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্সসংক্রান্ত মামলা চলছে ধনশ্রী ও চাহালের। ধনশ্রীর আইনজীবী দাবি করেছেন যে, সেই আইনি প্রক্রিয়া এখনো চলছে আদালতে। বিভিন্ন মহল থেকে ছড়িয়ে পড়ে যে, বিচ্ছেদের পর ৬০ কোটি টাকা  খোরপোশ চেয়েছেন ধনশ্রী। এরপর তার আইনজীবী একটি বিবৃতিতে বলেন, প্রক্রিয়া নিয়ে আমার কিছু বলার নেই। বিষয়টি এখনো বিচারাধীন। কোনো খবর ছড়ানোর আগে সেটি যাচাই করে নেওয়া উচিত। কারণ প্রচুর ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম