
ছবি: সংগৃহীত
গুজরাট টাইটান্সের হয়ে ২০২২ সালে শিরোপা জিতেছিলেন। আইপিএলে ম্যাথু ওয়েড সূচনাও করে দিতেন দুর্দান্ত। গত মৌসুমেও খেলেছিলেন। কিন্তু এক বছরে বিস্তর পরিবর্তন। খেলোয়াড় থেকে সরাসরি কোচ হয়ে গেছেন ওয়েড।
অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটারকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে টাইটান্স। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই দলটির হয়েই কয়েকটি মৌসুম কাটিয়েছিলেন ওয়েড।
টাইটান্সের কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে থাকবেন আশীষ নেহরা। ব্যাটিং কোচ হিসেবে আছেন পার্থিব প্যাটেল এবং সহকারী কোচ আশীষ কাপুর এবং নরেন্দ্র নেগি। এদের সঙ্গে দ্রুতই যোগ দেবেন ওয়েড।
আইপিএলের এবারের আসর শুরু হবে ২২ মার্চ। চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মৌসুমের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ২৫ মার্চ পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট।