Logo
Logo
×

খেলা

আইপিএলেও বুমরাহকে নিয়ে শঙ্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৩০ এএম

আইপিএলেও বুমরাহকে নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

থাকছি, থাকব করে থাকাই হয়নি জাসপ্রিত বুমরাহর। বড্ড ভোগাচ্ছে চোট। বোর্ডার-গাভাস্কার ট্রফির পর থেকে এখনো মাঠের বাইরে। ভারতের অন্যতম বোলিং অস্ত্র খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। পিঠের চোটের যা অবস্থা, তাতে বুমরাহর নির্বাসন বাড়তে যাচ্ছে। এমনকি শঙ্কায় আছেন আইপিএলে খেলা নিয়েও।

বুমরাহকে সুস্থ করার দায়িত্ব তিনজনের ওপর দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিও তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন প্যাটেল ভারতীয় পেসারকে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিও কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন।

এরাই শুনিয়েছে শঙ্কার কথা। দেশটির একাধিক মিডিয়া সূত্র মতে জানিয়েছে, বুমরাহর চোট এখনও সারেনি। বোলিং করতে পারছেন না ভারতীয় পেসার। তাতে শঙ্কায় পড়েছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্সও। 

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে বুমরাহর। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘বুমরাহর রিপোর্ট ঠিক আছে। অ্যাকাডেমিতে বোলিংও শুরু করে দিয়েছে। তবে আইপিএলের শুরুতে ওর বল করা কঠিন। মনে হয় এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারবে।’‌ 

চোটের যা অবস্থা তাতে মুম্বাইয়ের হয়ে প্রথম তিন-চারটি ম্যাচে হয়ত খেলা হবে না বুমরাহর। অ্যাকাডেমিতে বোলিং শুরু করলেও এখনও পুরো শক্তি দিয়ে বল করছেন না তিনি। বোর্ডের ওই কর্তার বলেছেন, ‘‌অ্যাকাডেমিতে কোনও সমস্যা ছাড়া টানা বল না করলে বুমরাহকে ছাড়া হবে না।’

সেক্ষেত্রে ভারতের তারকা পেসারকে মাঠে ফিরতে দেখতে অপেক্ষা বাড়তে পারে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম