
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টারবয় মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং দিয়ে যিনি তরুণ বয়সেই নজর কেড়েছিলেন গোটা বিশ্বের। সেই তিনি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ হিসেবে। সম্প্রতি বিসিবির কাছ থেকে নারী দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাবও পেয়েছেন সাবেক এ অধিনায়ক।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারায় এখন খেলতে হবে বিশ্বকাপের বাছাইপর্ব। এ অবস্থায় প্রধান কোচের দায়িত্বে থাকা লংকান হাসান তিলকারাত্নে চাকরি ছেড়েছেন। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন স্বদেশী সারোয়ার ইমরান। তার অধীনেই এবার জ্যোতিদের ব্যাটিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ আশরাফুল।
নারী দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাবের বিষয়টি স্বীকার করেছেন আশরাফুল। একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন বিষয়টি। জানিয়েছেন প্রধান কোচ সারোয়ার ইমরানের কাছ থেকেই ব্যাটিং কোচের প্রস্তাব পেয়েছেন তিনি। আর এ ব্যাপারে নিজের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
আশরাফুল বলেন, ‘প্রস্তাব পেয়েছি কিছু দিন আগে। পরে আর তেমন কথা হয়নি। সব কিছু যদি মিলে যায় অবশ্যই কাজ করব। এটা আমার জন্য বড় একটি সুযোগ। অবশ্যই ব্যাটিং কোচের দায়িত্ব নেব আমি।’
উল্লেখ্য, আশরাফুল গত বছরের মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন। কাজ করেছেন বিপিএলের দল রংপুর রাইডার্সে সঙ্গে।