Logo
Logo
×

খেলা

রোহিত প্রমাণ দিলেন, ওস্তাদের মার শেষ রাতে!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৯:১৩ এএম

রোহিত প্রমাণ দিলেন, ওস্তাদের মার শেষ রাতে!

ছবি: সংগৃহীত

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের আগে রোহিত শর্মার সর্বোচ্চ স্কোর ছিল ৪১। তার ফর্ম দেখে অনেকেই অবসরের দাবিতে সরব হয়েছিলেন। তবে রোহিতের পাশে ছিলেন কোচ গৌতম গম্ভীর।

ফাইনালে রোহিত দেখালেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। শেষ ম্যাচে এসে পেলেন টুর্নামেন্টের নিজের প্রথম হাফ সেঞ্চুরি। রোববার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে রান তাড়ায় ভারতকে চাপই বুঝতে দিলেন না তাদের অধিনায়ক। তার দুর্দান্ত ইনিংসে (৭৬) অনায়াসে ২৫২ রানের লক্ষ্য ছুঁয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৫ বছর আগের হারের প্রতিশোধ নিল ভারত।

টুর্নামেন্টে সব ম্যাচেই টস হেরেছে ভারত। রান তাড়া করার চ্যালেঞ্জও তাই তাদের ভালো জানা ছিল। আড়াইশ ছোঁয়ার লক্ষ্যে উদ্বোধনী জুটিতে শুবমান গিলকে নিয়ে ১০৫ রান তুলে ফেলেন রোহিত।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম উইকেটে এটিই প্রথম একশ রানের জুটি। ওয়ানডেতে এটি রোহিত ও গিলের সপ্তম শতরানের জুটি। তারা শতরানের জুটি গড়লেই ভারত কখনো হারেনি। শুরু থেকে চমৎকার ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ফিফটি করেন ম্যাচসেরা রোহিত শর্মা।

সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৫৮তম ফিফটি। সাত চার ও তিন ছক্কায় ৮৩ বলে ৭৬ করে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ভারত জেতে চার উইকেটে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম