Logo
Logo
×

খেলা

এখনই বিদায় নয়, জানালেন রোহিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০১:৩০ এএম

এখনই বিদায় নয়, জানালেন রোহিত

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবসরে যাচ্ছেন, এমন একটা গুঞ্জন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগেই চাউর হয়েছিল। তবে রোববার তিনি স্পষ্ট করে বলেছেন যে, তিনি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে। এরপরই এ কথা জানান তিনি। 

ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারায় ভারত। ৫০ ওভারের এই টুর্নামেন্টের শিরোপা জয়ের পথে ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন এবং দলকে দুর্দান্ত সূচনা এনে দেন। এরপর শেষমেশ ছয় বল বাকি থাকতেই ভারত জয় নিশ্চিত করে।  

৩৭ বছর বয়সী রোহিত ও ৩৬ বছর বয়সী বিরাট কোহলি চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারের পর থেকে ফর্মহীনতায় ভুগছিলেন। ফলে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের ওয়ানডে থেকে অবসর নেওয়া নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছিল।

তবে রোহিত সেই জল্পনার অবসান ঘটিয়ে বলেন, ‘আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমি কোথাও যাচ্ছি না, আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না।’  

রোহিতের নেতৃত্বে ভারত টানা দ্বিতীয় আইসিসি শিরোপা জিতল। গত বছর বার্বাডোসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর রোহিত, কোহলি ও রবীন্দ্র জাদেজা সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন।  

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স-আপ হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে শিরোপা জিতে তারই যেন প্রায়শ্চিত্ত করল ভারত।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম