
বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে টুর্নামেন্ট সেরা হয়েছে রাচিন রবিন্দ্র।
রাচিন রবীন্দ্র ফাইনাল ম্যাচে ৩৭ রান সহ ৪ ম্যাচে ২৬৩ রান করেন। উইকেট নিয়েছেন ৩টি। আর ক্যাচ ধরেছেন ৫টি। এই পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন নিউজিল্যান্ডের এই ওপেনার।
আইসিসি টুর্নামেন্টে মাত্র ১৩ ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর দুটি এসেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির আগে বাংলাদেশের বিপক্ষেও সেঞ্চুরি করেন রবীন্দ্র।
বিরাট কোহলি ৫ ম্যাচে ৫৪.৫০ গড়ে ২১৮ রান করেন। ক্যাচ ধরেছেন ৭টি। আজ তিনি মাত্র ১ রানে আউট হন। যদি ৪৬ রান করতে পারতেন তাহলে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসেও সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারতেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের। ১৭ ম্যাচে ১৭ ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন ৭৯১ রান। কোহলি ১৮ ম্যাচে ১৭ ইনিংসে ৭৪৭ রান নিয়ে দুইয়ে।