
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ইতিহাস গড়ল ভারত। ইতিহাসে এই প্রথমবার পরপর দুটি আইসিসি ট্রফি জিতল ভারত। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। আর এবার জিতল ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
এতদিন সিনিয়র পর্যায়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দল পরপর দুটি আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়নি। সেটাই এবার করে দেখালেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা। তারা ২০২৪ সালের ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন।
আর ২০২৫ সালের ৯ জুন জিতলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেইসঙ্গে গড়ে ফেললেন ইতিহাস। আইসিসি টুর্নামেন্টের ফাইনালে প্রতিটি মহাদেশের দেশকে হারানোর নজির গড়ে ফেলল ভারত।
রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড।
ড্যারেল মিচেলের ১০১ বলের গড়া ৬৩ এবং মিচেল ব্রাসওয়েলের ৪০ বলের অপরাজিত ৫৩ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে নিউজিল্যান্ড।
টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৮৩ বলে ৭টি চার আর তিন ছক্কার সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৭৬ রান।
৬২ বলে দুই চার আর দুই ছক্কায় ৪৮ রান করেন স্রেয়াশ আইয়ার। ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত থেকে ৬ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন উইকেটকিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল।