
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের লড়াই চলছে। ২৫ বছর পর ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ১৫ ম্যাচের টুর্নামেন্টে ফাইনাল খেলা দল দুটি সর্বোচ্চ ৫টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।
টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে আছেন নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবিন্দ্র ও ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
রা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রাচিন-কোহলি।
বিরাট কোহলি ৪ ম্যাচে ৭২.৩৩ গড়ে ২১৭ রান করেন। ক্যাচ ধরেছেন ৭টি। ফাইনালে ভালো ব্যাট করলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা তারই বেশি থাকবে। আজ ৪৬ রান করলে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসেও সর্বোচ্চ রান হয়ে যাবে ২০২৩ বিশ্বকাপের সেরা খেলোয়াড় কোহলির। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের। ১৭ ম্যাচে ১৭ ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন ৭৯১ রান। কোহলি ১৭ ম্যাচে ১৬ ইনিংসে ৭৪৬ রান নিয়ে দুইয়ে।
রাচিন রবীন্দ্র ফাইনাল ম্যাচে ৩৭ রান সহ ৪ ম্যাচে ২৬৩ রান করেন। উইকেট নিয়েছেন দুটি। আর ক্যাচ ধরেছেন ৪টি। আইসিসি টুর্নামেন্টে মাত্র ১৩ ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর দুটি এসেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির আগে বাংলাদেশের বিপক্ষেও সেঞ্চুরি করেন রবীন্দ্র।
এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের আরেক তারকা ম্যাট হেনরি। তিনি ৪ ম্যাচে অংশ নিয়ে ১০ উইকেট শিকার করেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। সবচেয়ে ‘ইমপ্যাক্টফুল’ বোলার বললেও বাড়িয়ে বলা হয়তো হবে না।