চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে তোপের মুখে গম্ভীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৪:৪১ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে নিউজিল্যান্ড।
এরিপোর্ট লেখা পর্যন্ত ২৩.১ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০৮ রান।
তবে ফাইনাল ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার একাউন্ট থেকে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়।
রোহিত শর্মা-বিরাট কোহলিরা কি ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে পারবেন? যারা সঠিক উত্তর দেবেন, তারা এক কোটি টাকা পর্যন্ত জিততে পারবেন।
এমন প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। তাদের বক্তব্য, ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে এরকম গুরুত্বপূর্ণ ফাইনালের আগে কীভাবে এরকম পোস্ট করতে পারেন গম্ভীর?
যদিও গম্ভীর নিজে সেই পোস্ট করেছেন কিনা, তা নিশ্চিত নয়। কারণ অনেক ক্ষেত্রেই শোনা যায় যে সেলিব্রেটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সামলান অন্যকেউ। গম্ভীরের ক্ষেত্রেও সেরকম কিছু হয়েছে কিনা, তা নিশ্চিত নয়।
তবে যাই হোক না কেন, বিষয়টা ভালো লাগেনি নেটিজেনদের। এক নেটিজেন বলেন, আপনি কোচ, আর আমাদের জিজ্ঞাসা করছেন যে ভারত জিতবে কিনা! আপনাকে কোচ বানাল কে?
অপর এক নেটিজেন বলেন, ভারতীয় কোচ জিজ্ঞাসা করছেন যে ভারতকে জেতাতে পারবে এই জুটি? এটা মোটেও ঠিক নয়। পুরো দেশ আপনার উপরে ভরসা রেখেছে যে আপনি ট্রফি জিতে দেশে ফিরবেন। আর তিনি নিজেই প্রশ্ন করছেন যে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে?
একজন আবার বলেন, ভাই, আপনার থেকে তো রাহুল গান্ধী বেশি আত্মবিশ্বাসী থাকেন যে তার দল নির্বাচনে জিতবে। লজ্জা হওয়া উচিত আপনার।
একইসুরে অপর এক নেটিজেন বলেন, জাতীয় দলের হেড কোচ একটা ফ্যান্টাসিং স্পোর্টস প্ল্যাটফর্মের সঙ্গে জোট বেঁধেছেন। ঘৃণ্য কাজ।
একজন আবার বলেন, ভাই, আপনি কোচ। আজ আপনার এটা পোস্ট করা উচিত হয়নি।
অপর এক নেটিজেন বলেছেন, ভারতীয় দলের কোচ হিসেবে আজ আপনার এটা পোস্ট করা ঠিক হয়নি। কোনও জুয়ার অ্যাপের প্রচার করার কাজটা আপনি অন্যদিন করতে পারতেন।
কেউ-কেউ তো আবার সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে ভারত যদি হেরে যায়, তাহলে গম্ভীরকে ছেড়ে কথা বলা হবে না।
প্রসঙ্গত, ২০১৩ সালে ভারত শেষবার ওয়ানডে ক্রিকেটে আইসিসি ট্রফি জিতেছিল। সেই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে দীর্ঘ ১১ বছর কোনও আইসিসি ট্রফি আসেনি ভারতের ঘরে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেই খরা কাটিয়েছেন রোহিতরা-কোহলিরা।