Logo
Logo
×

Live Icon সরাসরি

এক যুগ পর শিরোপা ভারতের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০২:২৪ পিএম

এক যুগ পর শিরোপা ভারতের

ছবি: সংগৃহীত

২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। সেবারের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন  ব্ল্যাক ক্যাপরা। ভারত কি এবার সেই হারের শোধ তুলতে পারবে, নাকি নিউজিল্যান্ড গ্রুপপর্বে ভারতের বিপক্ষে হারের বদলা নিয়ে ২৫ বছরের শিরোপা খরা কাটাবে? সব প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে আজ দুবাইয়ে...

ম্যাচের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে..

০৯ মার্চ ২০২৫, ২২:২১ পিএম

ভারতের জয়

৪ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলল ভারত। এক যুগ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরা দিল তাদের। নিউজিল্যান্ডের স্পিন ভেলকি আর দুর্দান্ত ফিল্ডিংয়ের পরও দীর্ঘ ব্যাটিং লাইনআপের সুবিধা নিয়ে শেষ পর্যন্ত হেসেখেলেই জয়ের বন্দরে পৌঁছেছে তারা।

০৯ মার্চ ২০২৫, ২২:১২ পিএম

ফিরলেন হার্দিক, তবু জয়ের পথে ভারত

কাইল জেমিসনের খাটো লেংথের বল পুল করতে গিয়ে আকাশে তুলে দিলেন হার্দিক। সে ক্যাচ নিজেই হাতে জমালেন বোলার জেমিসন। ১৮ বলে ১৮ রান করে ফিরলেন হার্দিক।

শিরোপা জিততে ১৫ বলে আর ১১ রান চাই ভারতের, নিউজিল্যান্ডের প্রয়োজন ৪ উইকেট।

০৯ মার্চ ২০২৫, ২২:০৪ পিএম

রাহুল-হার্দিকের ব্যাটে জয় দেখছে ভারত

লম্বা ব্যাটিং লাইনআপের সুফল পাচ্ছে ভারত। ৫ উইকেট খোয়ানোর পরও দলটির হয়ে ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়া। তাদের ব্যাটে এখন জয়ের পথে এগোচ্ছে ভারত।

এক যুগ পর আইসিসি শিরোপা ছুঁয়ে দেখতে শেষ ৪ ওভারে তাদের প্রয়োজন ২৪ রান।

০৯ মার্চ ২০২৫, ২১:৪৩ পিএম

শ্রেয়াসের পথে অক্ষর

মাইকেল ব্রেসওয়েলের ওপর চড়াও হতে গিয়ে সীমানায় ক্যাচ দিলেন অক্ষর প্যাটেল। ২৯ রানে সাঙ্গ হলো তার ইনিংস।

জয়ের জন্য ভারতের চাই আর ৫১ বলে ৪৯ রান।

ভারত ২০৩/৫, ৪১.৩ ওভার

টার্গেট - ২৫২

০৯ মার্চ ২০২৫, ২১:৩৩ পিএম

রবীন্দ্র দেখালেন ক্যাচ কীভাবে ধরতে হয়

যেন জেমিসনকেই ক্যাচ ধরা শেখালেন রবীন্দ্র! মিচেল স্যান্টনারের মিডল স্টাম্প লাইনের বল পুল করতে গিয়ে টাইমিংয়ের গরমিলে হাওয়ায় ভাসিয়ে দেন। ফাইন লেগ থেকে দৌড়ে সামনে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ লুফে নেন রবীন্দ্র। তাতে ৪৮ রানে থামতে হয়েছে শ্রেয়াস আইয়ারকে।

ভারত ১৯০/৪, ৩৯ ওভার

টার্গেট - ২৫২

০৯ মার্চ ২০২৫, ২১:২২ পিএম

লোপ্পা ক্যাচ মিস

নিজে অন্যদের বলে অতিমানবীয় সব ক্যাচ ধরেন, অথচ তার বলে লোপ্পা ক্যাচ হাতে জমাতে পারলেন না কাইল জেমিসন। গ্লেন ফিলিপসের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন বিপজ্জনক হয়ে উঠতে থাকা শ্রেয়াস আইয়ার, কিন্তু সহজ ক্যাচে তাকে জীবন দিলেন জেমিসন।

এখন ৪৬ রানে ব্যাট করছেন শ্রেয়াস, তাকে সঙ্গ দেওয়া অক্ষরের রান ১৭।

ভারত ১৭৬/৩, ৩৭ ওভার

টার্গেট - ২৫২

০৯ মার্চ ২০২৫, ২১:১৩ পিএম

শ্রেয়াসের ব্যাটে এগোচ্ছে ভারত

টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরের পথ ধরার পর এখন ভারতের ত্রাতা হিসেবে ব্যাট করছেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। ২ চার ও ১ ছক্কায় ৫০ বলে ৩৫ রানে ব্যাট করছেন শ্রেয়াস, ১৩ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন অক্ষর।

ভারত - ১৬২/৩, ৩৫ ওভার

টার্গেট - ২৫২

০৯ মার্চ ২০২৫, ২০:৪৪ পিএম

রোহিতের বিদায়ঘণ্টা বাজালেন রবীন্দ্র

রোহিত শর্মাকে ৭৬ রানে থামালেন রাচিন রবীন্দ্র। গিল এবং কোহলি ফিরে যাওয়ার পরে রোহিতের ওপর চাপ বাড়ছিল। সে চাপেই যেন ভেঙে পড়লেন ভারতের অধিনায়ক। রবীন্দ্রকে এগিয়ে এসে তুলে মারতে চেয়েছিলেন, উল্টো বলের লাইন মিস করে স্টাম্পড হলেন তিনি।

ভারত ১২২/৩, ২৬.১ ওভার

টার্গেট - ২৫২

০৯ মার্চ ২০২৫, ২০:২২ পিএম

কোহলি এলেন, গেলেন

দুই বলের বেশি টিকলেন না বিরাট কোহলি। বিগ গেম প্লেয়ার হিসেবে তার খ্যাতি রয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাকে ১ রানেই লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন মাইকেল ব্রেসওয়েল।

চার বলের মধ্যে ২ উইকেট হারিয়ে অস্বস্তিতে ভারত।

ভারত ১০৬/২, ১৯.১ ওভার

০৯ মার্চ ২০২৫, ২০:২০ পিএম

আবার সুপারম্যানের ঝলক!

আবার সুপারম্যান গ্লেন ফিলিপসের দেখা মিলেছে। রোহিত-গিলের জুটি ভাঙতে বিশেষ কিছুর প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। এক্সট্রা কাভার দিয়ে হাওয়ায় ভাসিয়ে শট খেলেছিলেন গিল, শূন্যে লাফিয়ে এক হাতে অতিমানবীয় এক ক্যাচ লুফে নিয়ে তাকে সাজঘরের পথ দেখান ফিলিপস।

৩১ রানে আউট হলেন গিল, ভারতের রান ১ উইকেটে ১০৫।

০৯ মার্চ ২০২৫, ২০:১৭ পিএম

রোহিত-গিলের জুটিতে শতরান

রোহিত-গিলের উদ্বোধনী জুটিতে শতকের দেখা পেল ভারত। পরিসংখ্যান বলছে, তাদের উদ্বোধনী জুটি শতক ছাড়িয়েছে, এমন ম্যাচে কখনোই হারেনি ভারত। এখন পর্যন্ত যে ৬ ম্যাচে রোহিত-গিলের উদ্বোধনী জুটি তিন অঙ্কের ঘর ছুঁয়েছে, তার সবকটি ম্যাচেই ফল এসেছে ভারতের পক্ষে।

০৯ মার্চ ২০২৫, ১৯:৪৬ পিএম

রোহিতের ফিফটি

৪১ বলে অর্ধশতক পূর্ণ করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৮তম ফিফটি। তার ব্যাটেই এখন নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের লক্ষ্যে ছুটছে ভারত।

০৯ মার্চ ২০২৫, ১৯:২৭ পিএম

উড়ন্ত শুরুর পর সাবধানী রোহিত-গিল

প্রথম ২ ওভারে ২২ রান তোলার পর কিছুটা দেখেশুনে ব্যাট চালাচ্ছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল। ৫ ওভার শেষে ভারতের রান এখন বিনা উইকেটে ৩১।

০৯ মার্চ ২০২৫, ১৯:০৩ পিএম

ছক্কায় শুরু

কাইল জেমিসনের করা ইনিংসের দ্বিতীয় বলটিই অনসাইড দিয়ে তুলে মারলেন রোহিত শর্মা। বিশাল এক ছক্কায় শুরু হলো ভারতের ইনিংস।

ভারত ৬/০, ০.২ ওভার

টার্গেট - ২৫২

০৯ মার্চ ২০২৫, ১৮:৩০ পিএম

ব্রেসওয়েলের ফিফটিতে আড়াইশ পার নিউজিল্যান্ডের

৩৯ বলে ফিফটি ছুঁলেন মাইকেল ব্রেওসয়েল। শেষদিকে তার লড়াকু ইনিংসেই দলীয় আড়াইশ রান পার করতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড।

৫০ ওভার খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৫১। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিজাদুর পরও বোলারদের জন্য লড়াইয়ের রসদ জোগাড় করতে পেরেছে কিউইরা।

০৯ মার্চ ২০২৫, ১৮:১৫ পিএম

৪, ২, ৪, আউট!

মোহাম্মদ শামির ওভারের প্রথম তিন বল থেকে দুই চারে ১০ রান তুলেছিলেন মিচেল। কিন্তু চতুর্থ বলে রোহিতের হাতে লোপ্পা ক্যাচ দিয়ে ফিরতে হলো তাকে। ১০১ বল খেলে ৬৩ রানে শেষ হলো এই কিউই ব্যাটারের প্রতিরোধ।

নিউজিল্যান্ড ২১২/৬, ৪৬ ওভার

০৯ মার্চ ২০২৫, ১৮:০৩ পিএম

দুইশ পার নিউজিল্যান্ডের

অবশেষে ৪৪.৪ ওভারে দলীয় ২০০ রানের দেখা পেল নিউজিল্যান্ড। ৫৩ রানে ব্যাট করছেন মিচেল, একটি করে চার-ছক্কায় ২৪ রান এসেছে মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে।

০৯ মার্চ ২০২৫, ১৭:৫১ পিএম

মিচেলের মন্থর ফিফটি

মিচেলের মন্থর ফিফটি

৯১ বলে ফিফটির দেখা পেলেন ড্যারিল মিচেল। এটি তার ক্যারিয়ার এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে মন্থর অর্ধশতক। ভারতীয় স্পিনারদের তোপের মুখে কিউই ব্যাটারদের এখন প্রতিটি রানের জন্য লড়াই করতে হচ্ছে। সে চাপের স্মারক হয়ে রইল মিচেলের এই কচ্ছপগতির ফিফটি।

নিউজিল্যান্ড ১৭৮/৫, ৪২ ওভার

০৯ মার্চ ২০২৫, ১৭:৩৩ পিএম

বরুণে উচ্ছ্বাস

নিউজিল্যান্ডের পঞ্চাশ ছাড়ানো দুটি জুটিরই শেষ দেখে ছাড়লেন বরুণ চক্রবর্তী। উদ্বোধনী জুটিতে রবীন্দ্র এবং ইয়াং মিলে তুলেছিলেন ৫৭ রান। তখন ইয়াংকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন এই রহস্য স্পিনার।

এবার পঞ্চম উইকেটে মিচেল এবং ফিলিপসের জুটিতেও সমান ৫৭ রান উঠতেই ফের বরুণের আঘাত। ৩৪ রান করা ফিলিপসের স্টাম্প ভেঙে দিয়ে ভারতের ডাগআউটে স্বস্তি এনে দিলেন তিনি।

নিউজিল্যান্ড ১৬৫/৫, ৩৮ ওভার

০৯ মার্চ ২০২৫, ১৭:২৯ পিএম

পঞ্চাশ পেরোল মিচেল-ফিলিপসের জুটি

পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের জুটি পেরিয়েছে ৫০ রানে মাইলফলক। ৭৯ বলে ৪৪ রান নিয়ে ব্যাট করছেন মিচেল, আর তাকে সঙ্গ দেওয়া ফিলিপসের ব্যাটে এখন পর্যন্ত এসেছে ৩০ রান। সম্মানজনক সংগ্রহের খোঁজে এখন এই দুজনের ব্যাটের দিকে তাকিয়ে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ১৬১/৪, ৩৭ ওভার

০৯ মার্চ ২০২৫, ১৬:৫৭ পিএম

৮১ বল পর...

৮১ বল পরে ছক্কার দেখা পেল নিউজিল্যান্ড। কুলদীপ যাদবকে ডাউন দ্য গ্রাউন্ডে ছক্কা হাঁকালেন গ্লেন ফিলিপস।

নিউজিল্যান্ড ১২৩/৪, ২৭ ওভার

০৯ মার্চ ২০২৫, ১৬:৪৫ পিএম

অ্যাকশন রিপ্লে, ল্যাথাম গন!

ঠিক আগের ওভারের অ্যাকশন রিপ্লে যেন! আবার স্ট্রাইকে ল্যাথাম, বোলিংয়ে জাদেজা। সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করলেন ল্যাথাম, বল আঘাত হানল প্যাডে। এবার আম্পায়ার আঙুল উঁচিয়ে দিলেন আম্পায়ার পল রেইফেল।

আনন্দে ভাসলেন ভারতের ক্রিকেটাররা। এ যাত্রায় রিভিউ খোয়াল নিউজিল্যান্ড।

৩০ বলে ১৪ রান করে ফিরলেন ল্যাথাম। ২৩.২ ওভারে নিউজিল্যান্ডের রান ৪ উইকেটে ১০৮।

০৯ মার্চ ২০২৫, ১৬:৪০ পিএম

রিভিউ খোয়াল ভারত

রবীন্দ্র জাদেজা আত্মবিশ্বাসী ছিলেন। টম ল্যাথাম কিছুটা সামনে এগিয়ে তার বল মোকাবিলা করতে গিয়ে মিস করেন, বল আঘাত করে প্যাডে। আম্পায়ার আউট না দিলেও আত্মবিশ্বাসে টইটম্বুর ছিলেন জাদেজা। অধিনায়ক রোহিত শর্মা তার আত্মবিশ্বাস দেখে রিভিউ নিয়েছিলেন। কিন্তু রিভিউ রিপ্লেতে দেখা যায়, স্টাম্পের অনেকটা ওপর দিয়ে চলে যেত বল। যার ফলে এ যাত্রায় বেঁচে গেলেন ল্যাথাম, একটি রিভিউ খোয়াল ভারত।

নিউজিল্যান্ড ১০৪/৩, ২২ ওভার

০৯ মার্চ ২০২৫, ১৬:০৩ পিএম

রবীন্দ্রর পর উইলিয়ামসনও ধরাশায়ী

কুলদীপ যাদব, ম্যান অব দ্য মোমেন্ট। তর্কসাপেক্ষে নিউজিল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক দুই ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনকে সাজঘরের পথ চিনিয়েছেন তিনি। আগের ওভারে রবীন্দ্রর স্টাম্প গুঁড়িয়ে দিয়েছিলেন। এবার ১১ রান করে এই স্পিনারকে ফিরতি ক্যাচ দিয়েছেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড ৭৫/৩, ১২.২ ওভার

০৯ মার্চ ২০২৫, ১৫:৫৫ পিএম

বিগ উইকেট!

বিপজ্জনক হয়ে উঠতে থাকা রাচিন রবীন্দ্রর স্টাম্প গুঁড়িয়ে দিলেন কুলদীপ যাদব। ভারতীয় এই ঘূর্ণিবাজের গুগলি পড়তে পারেননি রবীন্দ্র, ব্যাট চালিয়েছেন ভুল লাইনে। ফল- ২৯ বলে ৩৭ রান করেই সাজঘরের পথ ধরতে হলো তাকে।

নিউজিল্যান্ড ৬৯/১, ১০.১ ওভার

০৯ মার্চ ২০২৫, ১৫:৪৪ পিএম

রবীন্দ্রকে ফেরানো যায়নি ইয়াংকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন বরুণ

অষ্টম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেতে পারত ভারত। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি সেরা ফিল্ডার শ্রেয়াস আইয়ারের ভুলে। বরুণ চক্রবর্তীকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন বরীন্দ্র। তবে সেই ক্যাচ লুফে নিতে পারেননি শ্রেয়াস।

অবশ্য ওই ওভারেই পরে উইল ইয়াংকে নিজের শিকার বানিয়েছেন বরুণ। ভারতকে প্রথম সাফল্য এনে দিয়েছেন এই স্পিনার। দলীয় ৫৭ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এলবিডব্লিউয়ের শিকার হন ১৫ রানে ব্যাট করা এই ব্যাটার।

০৯ মার্চ ২০২৫, ১৫:২১ পিএম

হার্দিককে বিশাল ছক্কা হাঁকিয়ে ঝড়ের আভাস রাচিন রবীন্দ্রর

সাবধানী শুরুর পর চতুর্থ ওভারে এসে হাত খুলতে শুরু করেছেন রাচিন রবীন্দ্র। ইনিংসের চতুর্থ ওভারে হার্দিককে পেয়েই আগ্রাসী হয়ে উঠেন রচিন। প্রথম ৩ ওভারে রান যেখানে ছিল ১০। সেখানে চুর্তর্থ ওভারে নেন ১৬ রান। হার্দিকের চতুর্ত বলে ছক্কা হাঁকানোর পর শেষ তিন বলে আরও দুটি চার হাঁকিয়েছেন তিনি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৪ ওভার শেষে ৩০ রান তুলেছে নিউজিল্যান্ড।

০৯ মার্চ ২০২৫, ১৪:৪২ পিএম

কোহলি আছেন, হেনরি নেই; যেমন হলো একাদশ

চোটের কারণে দারুণ ছন্দে থাকা পেসার ম্যাট হেনরি ছিটকে গেছেন ফাইনাল ম্যাচের একাদশ থেকে। নিউজিল্যান্ডের জন্য যা বড় ধাক্কা। অন্যদিকে বিরাট কোহলিকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোহলি আছেন একাদশে।

ভারতের একাদশে পরিবর্তন আসেনি কোনো। অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে হেনরির জায়গায় খেলবেন নাথান স্মিথ।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস,  মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ, উইল ও'রুর্ক

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী

০৯ মার্চ ২০২৫, ১৪:৩৪ পিএম

টস হারের রেকর্ড গড়লেন রোহিত, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

টস; ভারতের টস ভাগ্যটা অবশ্য বেশ খারাপই যাচ্ছে গেল কিছু দিন যাবত। এই ম্যাচে মাঠে নামার আগপর্যন্ত টানা ১৪ ম্যাচে টস হেরেছে ভারত। যার মধ্যে রোহিত একাই হেরেছেন ১১ ম্যাচে। এ তালিকায় রোহিতের ওপর এখন কেবল ব্রায়ান লারা ১২ বার। আজ টস হারলে লারাকেও ছুঁয়ে ফেলবেন রোহিত। এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। টস হারের রেকর্ড গড়েছেন রোহিত।

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। 

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম