Logo
Logo
×

খেলা

টানা ১৪ হার, ফাইনালেও ভারতের হার চান অশ্বিন!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০২:১২ পিএম

টানা ১৪ হার, ফাইনালেও ভারতের হার চান অশ্বিন!

ছবি: সংগৃহীত

কিছুক্ষণ পরই মাঠে নামছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। রোহিত শর্মার হাতে আরও একটি বৈশ্বিক শিরোপা দেখার অপেক্ষায় এখন ভারতের ক্রিকেটপ্রেমীরা। এই অবস্থায় রোহিত শর্মার দল মাঠে নামার আগে সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্চিন চেয়েছেন ভারতের হার!

অধিনায়ক হিসেবে বেশ সফল রোহিত। ভারতের হয়ে সবশেষ চারটি আইসিসি ইভেন্টেই দলকে তুলেছেন ফাইনালে। এর মাঝে টি-টোয়েন্টিতে বিশ্বকাপও জিতেছেন। এখন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অপেক্ষা। এমন ভালো খবরের মাঝেও আছে অস্বস্তি। ব্যাট রান না পাওয়া রোহিত একের পর এক হেরে যাচ্ছেন টস ভাগ্যে।

ভারত দলগতভাবে এই ম্যাচে মাঠে নামার আগপর্যন্ত টানা ১৪ ম্যাচে টস হেরেছে। যার মধ্যে রোহিত একাই ১১ ম্যাচে টস হেরেছেন। এ তালিকায় রোহিতের ওপর এখন কেবল ব্রায়ান লারা ১২ বার। আজ টস হারলে লারাকেও ছুঁয়ে ফেলবেন রোহিত। আর সেটাই প্রত্যাশা করছেন অশ্বিন।

অশ্বিন বলেন, ‘আমার মতে ভারতের টস জেতার লক্ষ্য থাকা উচিৎ নয়। আমি তাদের এক্ষেত্রে হেরে যেতে বলব, নিউজিল্যান্ডকে টস জিতে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিৎ। যা ভারতকে কিছুটা কৌশলগত অবস্থানে রাখবে।’

ভারত টস জিতুক এটা না চাইলেও অশ্বিন জানিয়েছেন ফাইনালে ভারতই ফেবারিট, ‘এর আগে ভারত ডিফেন্ড (আগে ব্যাট) কিংবা রান চেজ করায় সফল হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারত ৫৪-৪৬ শতাংশের বিচারে ফেবারিট থাকবে। যদিও নিউজিল্যান্ডের বোলাররা এর আগে ভারতের জন্য সমস্যার কারণ হয়েছিল। তারা এখনও অনেক শক্তিশালী দল।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম