নাঈমের ৮ ছক্কার ঝড়ে ডিপিএলে রেকর্ড সংগ্রহ প্রাইম ব্যাংকের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০১:১৭ পিএম
-67cd4089c32aa.jpg)
ছবি: সংগৃহীত
ডিপিএলে দিনটা ছিল নাঈম শেখের। সেঞ্চুরি হাঁকিয়ে ছুটছিলেন ডাবল সেঞ্চুরির পথে। সৌম্য সরকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকাবেন এই ব্যাটার এমনটাই প্রত্যাশা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত নাঈম ঝড় থামে ১৭৬ রানে। এমন দিনে ডিপিএলে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এদিন দারুণ শুরু করেন সাব্বির হোসেন ও নাঈম। ওপেনিং জুটিতেই জমা করেন ১৪০ রান। ৬৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করে সাব্বির সাজঘরে ফিরলে নাঈমের সঙ্গী হন জাকির হাসান। এরপর ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের শাসন করেন নাঈম। মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরিটা আজ পেয়েই যাবেন তিনি।
এরপর ১৮ চার ও ৮ ছক্কার ইনিংসে ১২৫ বলে ১৭৬ রান করেই আউট হন নাঈম। সালাউদ্দিন শাকিলের বলে ক্যাচ দেন অলক কাপালির হাতে। নাঈম আউট হওয়ার সময় প্রাইম ব্যাংকের স্কোর ৩৮.৩ ওভারে ৪ উইকেটে ৩১০। এরপর বাকিরা দলের সংগ্রহটাকে চারশো পার করেন।
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংক স্কোরবোর্ডে জমা করে ৪২২ রান। যা ডিপিএলে রেকর্ড। এর আগে ২০১৮ সালে ৩৯৩ রান করেছিল আবাহনী। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। অন্যদিকে ডিপিএলে নাঈমের ইনিংসটি পঞ্চম সর্বোচ্চ।