ফাইনালের আগে গাভাস্কারকে মুখে লাগাম টানতে বললেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:৩৩ পিএম
-67cd3636e65e3.jpg)
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে আজ দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর সেই ম্যাচের আগে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারকে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক। গাভাস্কারকে মুখে লাগাম টানতে বলেছেন তিনি।
ইনজামামের এমন ক্ষোভের কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দল নিয়ে গাভাস্কারের তির্যক মন্তব্য। যেখানে মোহাম্মদ রিজওয়ানের দল ভারতের ‘বি’ টিমের কাছেও হারবে বলে মন্তব্য করেছেন তিনি। যা শুনেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন ইনজামাম। দুদলের অতীত পরিসংখ্যানের দিকে তাকিয়ে গাভাস্কারকে মুখে লাগাম টানতে বলেছেন তিনি।
এর আগে গাভাস্কার পাকিস্তান দল নিয়ে বলেছিলেন, ‘আমি মনে করি (ভারতের) বি-টিমকে নিশ্চিতভাবেই হারানো কঠিন হবে এই দলটার পক্ষে। সি-টিমকে নিয়ে ততটা নিশ্চিত নই, তবে পাকিস্তানের বর্তমান ফর্মের দিকে তাকালে বি-টিমের সঙ্গে টক্কর দেওয়া সহজ হবে না তাদের।’
গাভাস্কারের এমন মন্তব্যের পর দুদলের অতীত পরিসংখ্যানে তাকাতে বলেছেন ইনজামাম। অবশ্য সেই পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। যেখানে দুদলের মুখোমুখি ১৩৬ দেখায় ভারতের ৫৮ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৭৩ ম্যাচে। ইনজামাম সেটাই গাভাস্কারকে মনে করিয়ে দিয়েছেন।
ইনজামাম বলেন, ‘গাভাস্কারের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। উনি সিনিয়র মানুষ। আমরা ওনাকে সম্মান করি। তবে অন্য কারও দেশ নিয়ে কথা বলতে গেলে, বুঝেশুনে বলাই উচিত। আপনার দল ভালো খেলেছে। নিজের দলের প্রশংসা করার অধিকার রয়েছে আপনার। তবে অন্য দলকে নিয়ে এ ধরনের মন্তব্য কি যথাযথ? নিজের শব্দচয়নে সতর্ক হোন। আমি একটু কঠোরভাবেই কথাগুলো বলছি।’