Logo
Logo
×

খেলা

কেন বাড়তি সুবিধা পেয়েও অস্বীকার করছেন গম্ভীর গং?

হোসাইন মাহমুদ আব্দুল্লাহ

হোসাইন মাহমুদ আব্দুল্লাহ

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৯:১০ পিএম

কেন বাড়তি সুবিধা পেয়েও অস্বীকার করছেন গম্ভীর গং?

গৌতম গম্ভীর

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বেঁকে বসেছিল ভারত। কোনোমতেই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানে যাবে না বলে গোঁ ধরে তারা। এক্ষেত্রে তারা ভারত সরকারকে ঢাল হিসেবে ব্যবহার করে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়ে দেয়, সরকারের অনুমতি না থাকার কারণে তারা পাকিস্তান সফর করতে পারবে না।

ভারতের এই গোঁয়ার্তুমিতে শেষ পর্যন্ত আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে সম্মতি দিতে হয়। হাইব্রিড মডেলের অর্থ, ভারত টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। পরবর্তীতে সে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নেওয়া হয়।

ভারত এখন পর্যন্ত তাদের গ্রুপ পর্বের তিন ম্যাচ ও সেমিফাইনাল সেখানেই খেলেছে। আগামীকাল (রোববার) দুবাইয়েই টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।

টুর্নামেন্টের প্রতিটি দলকে দুই থেকে তিনটি ভেন্যুতে খেলতে হয়েছে। কোনো দলকে ভারতের সঙ্গে খেলতে পাকিস্তান থেকে দুবাইয়ে গিয়ে আবার পাকিস্তানে ফিরতে হয়েছে। এককথায় ভারতের গোঁয়ার্তুমির কারণে প্রচণ্ড ভ্রমণঝক্কির মুখে পড়তে হয়েছে দুয়েকটি দলকে।

একইসঙ্গে ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে সেভাবে ‘গেমপ্ল্যান’ সাজাতে হয়েছে দলগুলোকে।

অথচ এদিক দিয়ে ভারত রাজার হালে খেলছে। কোনো ভ্রমণঝক্কি নেই, শুধু দুবাইয়ের পরিচিত কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়েই কাজ শেষ তাদের। একটা মাঠের উইকেটগুলো ঠিকঠাক পড়তে পারলেই কেল্লাফতে।

এই বাড়তি সুবিধা নিয়েই ভারত ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে। নিঃসন্দেহে ভারতের ক্রিকেটাররা দারুণ পারফর্মও করেছেন। কিন্তু এক মাঠে নিজেদের সব ম্যাচ খেলার কারণে তারা যে বাড়তি সুবিধা পেয়েছেন, তা অস্বীকার করার জো নেই।

তবে ভারতের টিম ম্যানেজমেন্ট এক্ষেত্রে বারবার জোর দিয়ে বলছে, তারা কোন বাড়তি সুবিধা দেখছে না। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে দলটির অন্য কোচরাও সে ‘বাড়তি সুবিধা’র বিষয়টি স্বীকার করছেন না।

কেন স্বীকার করছে না ভারত? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বিশ্লেষকরা বলছেন, বাড়তি সুবিধার কথা মেনে নিলে ভারতের সাফল্যের স্বাদ কমে যাবে। টুর্নামেন্টে তাদের অর্জনের যে কৃতিত্ব , সেটাও প্রশ্নবিদ্ধ হতে পারে। আর তাই দলীয়ভাবেই বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করার ‘পলিসি’ গ্রহণ করেছে তারা।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম