
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০১:৪৬ এএম
সিমন্স কোচ হিসেবে কেমন, জানালেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৫ পিএম
-67cc580d3f8e1.jpg)
আরও পড়ুন
বাংলাদেশ কোচ হিসেবে বেশ ঝঞ্ঝাবিক্ষুব্ধ এক সময়ে দায়িত্ব নিয়েছেন ফিল সিমন্স। তবে তার দায়িত্ব পাওয়ার পর থেকে একমাত্র সাফল্য কেবল উইন্ডিজ থেকে টেস্টে ড্র আর টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ফেরা।
এর আগে পরে দলের পারফর্ম্যান্সের গ্রাফ ক্রমেই নিম্নমুখী। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হার তো আছেই, এরপর আফগানিস্তানের কাছে সিরিজ হার, ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া তো আছেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তেমন কোনো সাফল্যই হাতে ধরা দেয়নি বাংলাদেশের।
তবে এরপরও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিশ্বাস নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করেও স্বস্তি পাচ্ছেন তিনি ও তার দল। তিনি বলেন, ‘আমি সিমন্সের সঙ্গে কাজ করে উপভোগ করছি। তিনি খুবই শান্ত প্রকৃতির এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি প্রত্যেক খেলোয়াড়কে স্পষ্ট নির্দেশনা দেন।’
বিসিবি এখনো অধিনায়কত্ব ও কোচের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে শিগগিরই জানা যাবে বিসিবির সিদ্ধান্ত। তবে শান্ত ও সিমন্স দুজনই একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।