-67cc4b79bb0f0.jpg)
বাংলাদেশের অধিনায়ক হয়ে শান্ত এসেছিলেন ২০২৩ সালের শেষ দিকে। সেই শান্ত অধিনায়কের পদে থাকার কথা ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তবে তার আগেই তার নেতৃত্ব ছাড়ার কথা উঠে যায়।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শোনা যায়, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নাজমুল অধিনায়কত্ব ছাড়তে চান। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনার পর তিনি শুধু টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন।
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অনুভব করছিলাম যে, তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া কঠিন হয়ে পড়ছে। ব্যাটিং সমস্যা ছিল না, তবে স্ট্রাইক রেট ভালো ছিল না। নেতৃত্বের চাপও ছিল। তাই ভেবেছিলাম টি-টোয়েন্টি ছেড়ে দেব, যেন ব্যাটিং উপভোগ করতে পারি।’
অধিনায়ক হিসেবে শান্ত পাসমার্কই পেতে পারেন। তার অধীনে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলেছে। পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছে।
তবে তার ব্যাটিংটা মোটেও যুতসই হচ্ছিল না। শেষ অনেক দিন ধরে ব্যাটে রান নেই তার। ওয়ানডেতে তার ফর্মটা ভালো ছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটাও পড়ে গেছে একেবারেই।
টি-টোয়েন্টিতে ছন্দহীনতা আগে থেকেই ছিল, যার ফলেই মূলত অধিনায়কত্বটা ছাড়তে চেয়েছিলেন শান্ত।