Logo
Logo
×

খেলা

আইপিএলে খেলার সুযোগ পেতে যে ফন্দি আঁটছেন আমির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম

আইপিএলে খেলার সুযোগ পেতে যে ফন্দি আঁটছেন আমির

মোহাম্মদ আমির

পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ। ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে আইপিএলের প্রথম আসরের পর আর এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি দেশটির ক্রিকেটাররা। তবে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির স্বপ্ন দেখছেন আইপিএলে খেলার। এমনকি আগামী বছরই আইপিএলে খেলার ভালো সুযোগ দেখছেন তিনি।

গুঞ্জন শোনা যাচ্ছে, আমির যুক্তরাজ্যের পাসপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছেন। কারণ তার স্ত্রী নার্জিস খাতুন যুক্তরাজ্যের নাগরিক। তাই বাহাতি এই পেসারের আইপিএল খেলার ইচ্ছার পর তা আর গুঞ্জন বলে ধরে নেওয়া উপায় নেই।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুইবার অবসর নেওয়া আমির গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। পরে গত ডিসেম্বরে ফের অবসরের ঘোষণা দেন তিনি। জাতীয় দলের পাট চুকানো আমির এখন বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোর দিকে মনযোগী হচ্ছেন। এর মধ্যেও আইপিএলকে পাখির চোখ করেছেন এই পেসার।

সম্প্রতি পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে আমির বলেছেন, ‘আগামী বছরের মধ্যে আইপিএল খেলার সুযোগ পাব আমি, যদি সুযোগ থাকে তাহলে কেন খেলব না। পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ, কিন্তু আমাদের সাবেক ক্রিকেটাররা সেখানে ধারাভাষ্যকার ও ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে কাজ করেছিলেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম