-67cc11d199cd5.jpg)
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির পাঠ চুকিয়ে দেশে ফিরে ওয়ানডে জার্সি তুলে রাখার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের এমন ঘোষণার পর থেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছে ভক্তরা। বিসিবির পক্ষ থেকেও মুশকিকের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। তবে এই ধন্যবাদেই শেষ নয়, বিসিবিপ্রধান ফারুক আহমেদ জানিয়েছেন মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেবে তার বোর্ড।
তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের উদ্বোধন শেষে শনিবার বিসিবি সভাপতি জানান, মুশফিকের জন্য বিশেষ আয়োজনের ভাবনাও তাদের আছে।
বিসিবিপ্রাধান বলেন, ‘এটা (মুশফিককে বিদায়ী সংবর্ধনা) আমরা পরিকল্পনা করব। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো সম্ভবত দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছরের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসেছে, তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে।’
ফারুক আহমেদ আরও বলেন, ‘আমি মনে করতে পারি, ২০০৫ সালে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে, পরে ২০০৭ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত... সে যে পথটা দেখিয়েছে, তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে। ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তার সব অর্জন স্মরণ করেছি আমরা। বিসিবি থেকে একটা বার্তা দিয়েছি, আমার লেখা ছিল। আমরা চেষ্টা করব, ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে তাকে সংবর্ধনা দেওয়া যায়।’
টি-টোয়েন্টি ও ওয়ানডেকে বিদায় জানালেও এখনো টেস্ট খেলা চালিয়ে যাবেন মুশফিক। আগামী মাসের মাঝামাঝি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সেখানে নিশ্চিতভাবেই থাকবেন মুশফিক। তার আগে এখন মুশফিক ব্যস্ত সময় পার করছেন ডিপিএলে। যেখানে অভিজ্ঞ এই উইকেটরক্ষক খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।