Logo
Logo
×

খেলা

‘ওদের সামনে টাকা ফেলুন সব করবে’ ওয়াসিম-ওয়াকারকে ধুয়ে দিলেন রশিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৯:২৩ এএম

‘ওদের সামনে টাকা ফেলুন সব করবে’ ওয়াসিম-ওয়াকারকে ধুয়ে দিলেন রশিদ

ছবি: সংগৃহীত

টাকার জন্য নাকি সবই করতে পারেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। অভিযোগ পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ রিজওয়ানদের ব্যর্থতা নিয়ে সমালোচনায় সোচ্চার হয়েছিলেন দুই বিখ্যাত 'ডব্লিউ'। এ নিয়ে দুই সাবেক সতীর্থকে পালটা আক্রমণ করেছেন রশিদ।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি চ্যানেলে ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে রয়েছেন দুই সাবেক ফাস্ট বোলার। পাকিস্তান দলের দুর্দশা দেখে তারা দুবাইয়ে বসে সমালোচনা করায় ক্ষুব্ধ রশিদ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘দুবাইয়ে বসে কেউ কেউ তোলপাড় করে ফেলছে। ওরা পরস্পরের প্রশংসা করতেই ব্যস্ত। ওরা নিজেদের গোটা ক্রিকেটজীবনে লড়াই করেছে। তাতে পাকিস্তানের ক্রিকেটের কোনো লাভ হয়নি। অদ্ভুত মানুষ ওরা। সামনে টাকা ফেলুন। ওদের যা বলতে বলবেন ওরা তাই বলবে।’

রশিদ আরও বলেন, ‘নব্বইয়ের দশকের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটের জন্য কিছু করেনি বলেই আমাদের দ্বিতীয় বিশ্বকাপের জন্য ১৭ বছর অপেক্ষা করতে হয়েছিল। এই সময়ের ক্রিকেটারদের ক্রিকেট প্রশাসন এবং দলের থেকে দূরে রাখতে পারলে হয়তো আমরা আরেকটি বিশ্বকাপ জেতার চেষ্টা করতে পারব। ওরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের ক্রিকেটের সেবা করেছে। এখন ওদের বিশ্রাম নেওয়া উচিত।’

১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ২০০৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ১৭ বছর পর আবার বিশ্বসেরা হয়েছিল তারা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। গতবারের চ্যাম্পিয়নও। তবু সেমিফাইনালে উঠতে পারেননি রিজওয়ানরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে সে দেশের সাবেক ক্রিকেটাররা নানা মত দিচ্ছেন। এ নিয়েই ওয়াসিম ও ওয়াকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রশিদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম