
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৪২ এএম
মিরাজের নাম বদলে দিল আইসিসি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম

মেহেদী হাসান মিরাজ
আরও পড়ুন
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলে নিয়মিত পারফর্ম করার কারণে ক্রিকেট দুনিয়া তাকে এক নামে চেনে। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তার নাম বেমালুম ভুলে গেল!
বুধবার (৫ মার্চ) প্রকাশিত পুরুষদের ওয়ানডে র্যাংকিংয়ের তালিকায় মিরাজের নামের স্থলে লেখা হয়েছে ‘মেহেদী হাসান রাজা’।
আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে ওয়ানডে ফরম্যাটের সেরা ১০ ব্যাটার, বোলার ও অলরাউন্ডারের তালিকা প্রকাশ করা হয়। সেখানে অলরাউন্ডারদের তালিকায় ২৪৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে থাকা মিরাজের নামের শেষাংশে ভুল করে ফেলে সংস্থাটি।
ধারণা করা হচ্ছে, তারা জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার সঙ্গে মিরাজের নাম গুলিয়ে ফেলেছে আইসিসি। অলরাউন্ডারদের তালিকায় মিরাজের ঠিক ওপরেই জিম্বাবুইয়ান অলরাউন্ডারের অবস্থান।
আইসিসির এই ভুলের পর ক্রিকেটপ্রেমীরা তাৎক্ষণিকভাবে সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানান। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও এখনো এই ভুল শোধরায়নি আইসিসি।
আইসিসির এমন ভুলে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশি সমর্থকরা। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। ক্রিকেট ভক্তদের প্রশ্ন, ক্রিকেটের অভিভাবক সংস্থা একজন শীর্ষ অলরাউন্ডারের নাম কীভাবে ভুল করতে পারে?