Logo
Logo
×

খেলা

পিসিবির ওপর ক্ষেপলেন আমির, উগড়ে দিলেন ক্ষোভ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৭:১৮ পিএম

পিসিবির ওপর ক্ষেপলেন আমির, উগড়ে দিলেন ক্ষোভ

মোহাম্মদ আমির

সালমান আলী আগাকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করায় নাখোশ হয়েছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তার মতে, এই নেতৃত্বের দায়িত্ব পাওয়ার জন্য মোহাম্মদ হারিসই ছিলেন উপযুক্ত প্রার্থী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির স্বীকার করেছেন যে, আগা সালমান ওডিআই এবং টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেছেন। তবে অধিনায়কত্বের জন্য হারিসকে গ্রুমিং করা হয়েছে বলে মত তার।

আমির বলেন, ‘হারিস সব জায়গায় অধিনায়কত্ব করেছে। তিনি পাকিস্তান শাহিনসকে নেতৃত্ব দিয়েছেন এবং চ্যাম্পিয়ন্স কাপেও অধিনায়ক ছিলেন।

নির্বাচকরা যদি সব ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক চেয়ে থাকেন, তবে হারিসেরই সুযোগ পাওয়া উচিত ছিল উল্লেখ করে তিনি যোগ করেন, ‘আগা সালমান খুব ভালো ক্রিকেটার, কিন্তু যদি ওডিআই এবং টেস্টের জন্য নতুন অধিনায়ক আনার পরিকল্পনা থাকে, তবে মোহাম্মদ হারিসকেই নির্বাচিত করা উচিত ছিল, কারণ তাকে সব জায়গায় অধিনায়কত্বের জন্য প্রস্তুত করা হয়েছে।’

টি-টোয়েন্টির মতো আধুনিক ফরম্যাটের সঙ্গে তালমিলিয়ে হারিসের আগ্রাসী ব্যাটিং স্টাইল বেশ উপযুক্ত। এছাড়া আগা সালমানের তুলনায় প্রায় আট বছর কমবয়সি হারিসকে অধিনায়ক করা হলে এটা তাকে দীর্ঘমেয়াদি নেতৃত্বের জন্য আরও উপযুক্ত করে তুলত।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য হারিসকে পাকিস্তান দলে ফিরিয়ে আনা হয়েছে। এই সিরিজটি চলতি মাসে শুরু হবে। কয়েকদিন আগে এই সফরের জন্য পাকিস্তানের সাদা বলের স্কোয়াড ঘোষণা করা হয়।

সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলা হবে। ১৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পর্যন্ত চলবে এই সিরিজ।

প্রসঙ্গত, হারিস পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ১২৬ রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ১২৭.২৭। তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম