
ব্রাদার্স ইউনিয়নের মিজানুর রহমান ও মাহফিজুল ইসলাম ঢাকা প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়লেন। দ্বিতীয় উইকেটে ২৫০ রানের অসাধারণ জুটি গড়ে তারা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন। বিকেএসপির ৪ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ২৮৮ রানের জবাবে এই জুটি দলকে ৭ উইকেটে জয়ের ভিত গড়ে দেয়।
শাইনপুকুর শুরুতে উইকেট তুলে নিলেও মিজানুর ও মাহফিজুলের জুটির সামনে পথ খুঁজে পায়নি। মাহফিজুল ১১৪ রান করে আউট হন, যা তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে, মিজানুর ১৩৬ রান করার পর পেশির চোটে মাঠ ছাড়েন। তার আগের সর্বোচ্চ ১১৫ রান পেরিয়ে গেছেন এই ইনিংসে।
এর আগে, ঢাকা লিগে দ্বিতীয় উইকেটে একমাত্র ২০০ রানের জুটি ছিল জুনায়েদ সিদ্দিকী ও মাইশুকুর রহমানের ২০৫ রানের পার্টনারশিপ। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দ্বিতীয় উইকেট জুটি ছিল ইমরুল কায়েস ও সৌম্য সরকারের ২২০ রান, যা তারা ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিলেন।
এই ম্যাচে শাইনপুকুরের রাহিম আহমেদ ৯৫ রানে আউট হন। দলের হয়ে আরও রান করেন রায়ান রাফসান (৪৭) ও আনিক সরকার (৪০)। কিন্তু আল-আমিন হোসেনের দুর্দান্ত বোলিংয়ে (৫ উইকেট) শাইনপুকুর ৩০০-এর ঘর ছুঁতে পারেনি।
শেষ পর্যন্ত, তিন উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় ব্রাদার্স ইউনিয়ন, ঐতিহাসিক এক পার্টনারশিপের সুবাদে।