ভারতের সেই ঘূর্ণিবাজকে সামলাতে কী ফন্দি আঁটছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম

ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে ভারতীয় রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী আলোচনার কেন্দ্রে। ফাইনালের ভারতের নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন এই স্পিনার। ফাইনালের আগে তাই তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে কিউইদের।
বরুণের ঘূর্ণি কীভাবে সামলাবে নিউজিল্যান্ড, সে প্রশ্ন করা হয় দলটির কোচ গ্যারি স্টিডকে। জবাবে তিনি বলেছেন, ‘আমাদের বিপক্ষে শেষ ম্যাচে সে (বরুণ) ৪২ রানে ৫ উইকেট পেয়েছে, সুতরাং নিশ্চিতভাবে সে (ফাইনালে) খেলবে। সে একজন কোয়ালিটি বোলার। আমাদের বিপক্ষে শেষ ম্যাচে সে নিজের কারিকুরি দেখিয়েছে, ম্যাচে সে আমাদের জন্য বড় চিন্তার কারণ। তাই আমাদের ভাবতে হবে কীভাবে আমরা তার বোলিং সামলে রান তুলব।’
এরপরই কিউই কোচ ইঙ্গিত দিয়েছেন, বরুণকে সামলাতে কিউইরা হয়ত টস জিতলে আগে ব্যাট করতে পারে। সরাসরি না বললেও তেমনই আভাস মিলেছে তার কথায়, ‘এমন একজন রিস্ট স্পিনারের বিপক্ষে খেলার সময় ব্যাটারদের (রান তোলার) সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। আর তার বিরুদ্ধে যদি আপনি দিনের বেলায় খেলতে পারেন, তাহলে কাজ অনেকটা সহজ হয়ে যায়।’
যেহেতু দুবাইয়ে ফাইনাল ম্যাচটি হবে দিবারাত্রির, তাই স্টিড এই ভাবনায় স্থির থাকলে টস জিতে নিউজিল্যান্ডের আগে ব্যাট করার সম্ভাবনা-ই বেশি।
বরুণের বোলিংয়ের পাশাপাশি পিচের দিকেও বাড়তি নজর দিচ্ছেন কিউই কোচ। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিতদের সেমিফাইনাল দুটি একেবারেই ভিন্নধর্মী পিচে অনুষ্ঠিত। তাই ফাইনালের পিচের ওপর-ও কিউইদের অনেক সিদ্ধান্ত নির্ভর করবে জানিয়ে স্টিড যোগ করেন, ‘আমাদের ম্যাচের দিন (পিচ) বুঝতে হবে, আর ম্যাচে যা হবে তার সঙ্গে খাপ খাওয়াতে হবে।’
উল্লেখ্য, আগামী ৯ মার্চ বাংলাদেশ সময় দুপুর ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।