Logo
Logo
×

খেলা

কোহলির ক্রাশ এখন দুই ছেলের মা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০২:৫১ পিএম

কোহলির ক্রাশ এখন দুই ছেলের মা

ছবি: সংগৃহীত

জোরেশোরে উঠেছিল সারা-জেন ডায়াসের নাম। কখনো দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া, আবার কখনো সানজানা গালরানির নামও জুড়েছিল। ব্রাজিলের অভিনেত্রী ইজাবেল লেইতের সঙ্গেও নাকি চুটিয়ে প্রেম করেছিলেন বিরাট কোহলি। খোদ কোহলি একবার শুনিয়েছিলেন তার ক্রাশের গল্প। যিনি এখন দুই বাচ্চার মা।

ততদিনে নিজের নামও ছড়িয়ে পড়েছে। ক্রিকেট দিয়ে জাত চিনিয়ে যাচ্ছিলেন কোহলি। জাতীয় দলের হয়ে রানের বন্যা ছোটাচ্ছেন, ঘরোয়াতে দেখাচ্ছেন দাপট এবং আইপিএলে হচ্ছিলেন বিধ্বংসী। ২০১২ সালে উড়ন্ত কোহলিকে জিজ্ঞেস করা হলো—পছন্দের বলিউড অভিনেত্রী কে? কোনো সময়ক্ষেপণ না করেই কোহলি একটি নাম জানিয়েছিল, যিনি বলিউডে তেমন কোনো বড় হিরোইন নন।

ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকের সেই সাক্ষাৎকারে বলিউডের সেই নায়িকাকে ‘কিউট’ বলে আখ্যা দিয়েছিলেন কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পার্টি চলাকালে কিং কোহলির কাছে প্রশ্ন আসে, এমন এক অভিনেত্রীর নাম নিতে, যাকে তিনি ক্রিকেট খেলতে দেখতে চান। কোহলি বলেন জেনেলিয়া ডি’সুজার নাম।

জেনেলিয়ার সংসারে এখন দুই সন্তান— সংগৃহীত ছবি

এত বড় বড় অভিনেত্রী থাকতে কোহলি কেনো জেনেলিয়াকে বেঁছে নিলেন? কোহলি এবারও দেন সপাট জবাব, ‘কারণ ও কিউট।’ কোহলির সেই বক্তব্য আলোচনার খোরাক জুগিয়েছিল। ২০১২ সালে ওই ঘটনার পর কোহলির ক্রাশ বিয়েও সেরে নেন। অভিনয় থেকেও নেন লম্বা বিরতি। এরপর জল গড়িয়েছে বহুদূর।

বলিউড অভিনেতা রীতেশ দেশমুখকে সে বছরই বিয়ে করেন জেনেলিয়া। বলিউডে এখন অবধি তাদের সম্পর্ক টিকে আছে। দুজনকে বলা হয় পাওয়ার কাপল। ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমার সেট থেকে রীতেশ-জেনেলিয়া প্রেম শুরু। এই দম্পতির ঘরে এখন দুটি ছেলে। বড় ছেলে রিয়ানের জন্ম হয় ২০১৪ সালে এবং ছোট ছেলে রাহিলের ২০১৬ সালে।

ক্রাশের দুটি সন্তান হওয়ার পর বিয়ে করেন কোহলিও। এবারও সেই বলিউডের নায়িকা। ২০১৭ সালে ইতালিতে আনুশকা শর্মার সঙ্গে গাঁটছাড় বাঁধেন ভারতের অন্যতম সেরা ব্যাটার। তাদের ঘরেও এখন দুটি সন্তান। ২০২১ সালে জন্ম মেয়ে ভামিকার, গতবছর জন্ম নেয় ছেলে অকায় কোহলি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম